বুধবার সন্ধ্যে ৬: ১৫ মিনিট নাগাদ পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বারুলিয়ার সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। এরপর থেকেই রাজ্যে ভোটের মাঝে রাজনৈতিক পারদ চড়তে থাকে। রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বাঙ্গুর হাসপাতালে ভর্তি হলে তারপর থেকেই আসে রাজনৈতিক প্রতিক্রিয়া। অভিষেকের টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটে জানান, বিজেপি নিজেকে প্রস্তুত রাখুক ২ রা মে বাংলার মানুষের শক্তি দেখার জন্য। কার্যত ডায়মন্ডহারবারের সাংসদ এদিন হুঁশিয়ারির সুরেই তুঙ্গে রাখেন পারদ। এদিকে বাংলার কোণে কোণে তখন তৃণমূল সমর্থকরা বিক্ষোভে নেমেছেন। বহু জায়গায় রেল লাইনে অবরোধের খবর আসে। রাস্তাতেও বসে অনেকেই বিক্ষোভ দেখান। দিলীপের জবাব ‘এখন উনি যেটা করছেন সেটা নাটক। আমাদেরও কত কর্মীর লেগেছে। আমাদেরও চোট লেগেছে। আমরা নাটক করিনি। আমরা ট্রিটমেন্ট করেছি। আর তারপর তার যোগ্য জবাব দিয়েছি। আজকে জবাব দেওয়ারও ক্ষমতা নেই। এটা পুরনো অভ্যাস ওঁর। পিএইচডি করেছেন নাটকে।’ এদিন সাংবাদিকদের মুখথোমুখি হয়ে এই প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। শিশির, দিব্যেন্দুরা কী বলছেন? এদিকে, মুখ্য়মন্ত্রীর পায়ে চোটের ঘটনা শুনে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। শিশির অধিকারী জানান ঘটনা শুনে তাঁর অত্যন্ত খারাপ লেগেছে। অবলম্বে তিনি তদন্তের দাবি করেছেন গোটা ঘটনার। পাশাপাশি তিনি জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না। রাজনৈতিক খবর সমাজবাদী পার্টি বিএসপি বিজেডি আরজেডি ওয়াইএসআর কংগ্রেস টিআরএস জেডিএস ডিএমকে এআইএডিএমকে এআইএমআইএম বিজেপি তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম আম আদমি পার্টি শিবসেনা সমাজবাদী পার্টি বিএসপি বিজেডি আরজেডি ওয়াইএসআর কংগ্রেস টিআরএস জেডিএস ডিএমকে এআইএডিএমকে এআইএমআইএম বিজেপি তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম আম আদমি পার্টি শিবসেনা সমাজবাদী পার্টি বিএসপি বিজেডি আরজেডি PrevNext কেমন আছেন মুখ্যমন্ত্রী? জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রীর পায়ে একটি অস্থায়ী প্লাসার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর গোড়ালিতে চোট রয়েছে। তাঁর বাঁ পায়ের আঘাত গুরুতর। মুখ্যমন্ত্রীর এই আঘাতের ঘটনার ফলে এদিন ইস্তেহার প্রকাশ পিছিয়ে দিল তৃণমূল কংগ্রেস।
2021-03-11