ফের সিবিআইয়ের তলব বাঁকুড়ার ইন্সপেক্টর ইনচার্জ অশোক মিশ্রকে। দুঁদে এই পুলিশ অফিসারকে কেন বারবার তলব? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মাসখানেক আগে একাধিকবার সমন পাঠানোর পর তিনি কলকাতায় সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিয়েছিলেন। সূত্রের খবর, প্রথমবার জিজ্ঞাসাবাদ চলেছিল প্রায় ৭ ঘণ্টা ধরে। সেবারে আইসি’র জবাবে কয়লা এবং গরু পাচার নিয়ে নানা প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছিলেন সিবিআই কর্তারা। অন্তত এমনটাই জানিয়েছিলেন গোয়েন্দারা। এবার ভোটের মরশুমে ফের বাঁকুড়ার সদর থানার এই আধিকারিককে তলব করল সিবিআই।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় নির্বাচন হচ্ছে বাঁকুড়ার বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেইমিটিং মিছিল প্রচার শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির। তারমধ্যে আইসিকে সিবিআইয়ের তলবে থরহরিকম্প ধরেছে বাঁকুড়ার পুলিশ প্রশাসনের অন্দরে। পুলিশের অন্দরে প্রশ্ন উঠছে ভোটের প্রচার প্রক্রিয়ায় আইনশৃঙ্খলায় কে নজরদারি চালাবেন? সেই ব্লু-প্রিন্ট তৈরির কাজ কে করবে এবার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি। বাঁকুড়ার শালতোড়া, মেজিয়ায় সরেজমিনে তদন্তে কয়েকদফা পরিদর্শন করে গিয়েছেন সিবিআই অধিকারিকরা। উল্লেখ্য, মেজিয়া ব্লকেই সরকারি কালিদাসপুর কলিয়ারি রয়েছে। তার আড়ালেই কয়লা পাচারচক্রের মাফিয়ারাজ শুরু হয়েছিল এই জেলায়। এই চক্রের সঙ্গে আইসির যোগাযোগ নিয়ে তদন্ত শুরু সিবিআইয়ের।