আসামের বরাক উপত্যকায় সনাতন ধর্ম সংকটে রয়েছে। শিলচর শহরে দলের গুরুত্বপূর্ণ সভা শেষে রোড শো-তে অংশ নিয়ে এ কথা বললেন আসামের বিজেপির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্বশর্মা। পাশপাশি, আসামে সাম্প্রদায়িক শক্তি এআইইউডিএফ-কে পরাজিত করতে সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি।
আসামের বরাক উপত্যকায় বিজেপির প্রার্থী পদ অসন্তোষের সৃষ্টি হয়েছে। তা সামাল দিতেই গত ৯ই মার্চ হঠাৎই শিলচরে আসেন হিমন্ত। এসেই দলের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে দলের সমস্ত প্রার্থীদের নিয়ে পায়ে হেঁটে সার্কিট হাউস রোডে দলীয় কর্মীদের আয়োজিত সভায় পৌঁছে যান। সেই সভায় ভাষণ দিতে গিয়ে বদরুদ্দীন আজমলের সাম্প্রদায়িক রাজনীতিকে নিশানা করেন হিমন্ত। বদরুদ্দীন আজমল বিজেপির প্রধান শত্রু, একথাও বলেন তিনি। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন তিনি।
হিমন্ত আরও বলেন, ‛আজ বরাক উপত্যকায় সনাতন ধর্ম সংকটে। দিন দিন সাম্প্রদায়িক শক্তি বাড়ছে। কিছুদিন আগে এখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে। আজ এই সংকটের দিনে যদি আমরা যদি ঐক্যবদ্ধ লড়াই না করি, তবে ভবিষ্যতে উপত্যকার সুরক্ষা তলানিতে ঠেকবে।