বসন্তেই এবার শ্রাবন ধারার সাক্ষী থাকার সম্ভাবনা কলকাতা মহানগরীর। হাওয়া অফিস সূত্রে খবর , শহরজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টির ফলে স্বস্তি মিলবে বঙ্গবাসীর। বেশ কয়েকদিন দাবদাহের জেরে মানুষ নাজেহাল হয়ে পড়েছিল। এরই মাঝে আবহাওয়া দফতর কিছুটা স্বস্তির খবর দিল। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিস জানিয়েছেন, আজ বিকেল থেকেই বৃষ্টি শুরু হতে পারে। আগামী দুদিন এখন কলকাতায় মেঘাছন্ন থাকবে। তবে সপ্তাহান্তে ফের রোদের তেজ বাড়বে শহরে। শেষমেষ বৃষ্টি হলে স্বস্তি পাবে বঙ্গবাসী।
2021-03-11