বিধানসভা ভোটের মুখে ফের ঘর ভাঙল তৃণমূলের। বিজেপিতে যোগ দিলেন তপনের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা। এরই পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্তও। পানিহাটি পুর প্রশাসকমণ্ডলীর ২ সদস্যও বিজেপিতে যোগ দিয়েছেন।
ভোটের মুখে ফের শাসকের ঘর ভাঙালো বিজেপি। বুধবার বিকেলে কলকাতায় দলের হেস্টিংসের কার্যালয়ে এই মেগা যোগদান পর্ব চলে। এদিন দক্ষিণ দিনাজপুরের তপনের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাচ্চু হাঁসদার হাতে দলের পতাকা তুলে দিয়ে তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন।
বিজেপিতে যোগ দিয়েই পুরনো দল তৃণমূল সম্পর্কে বিষোদগার করেছেন বাচ্চু হাঁসদা। বাচ্চু হাঁসদার পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দিয়েছেন নদিয়ার তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। এদিন ছেলেকে সঙ্গে নিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন গৌরীশঙ্কর দত্ত। এছাড়াও নদিয়া জেলার আরও বেশ কয়েকজন তৃণমূল নেতাও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।
এদিকে, এদিন ফের তারকা যোগ বিজেপিতে। টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এদিন গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে, এদিনই বিজেপি কার্যালয়ে গিয়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন পানিহাটি পুরপ্রশাসকমণ্ডলীর দুই সদস্য। হাওড়ার মেয়র পারিষদ সদস্যও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন জয়নগররের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের বোন। তিনি ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার কুলতলির তৃণমূল ব্লক সভাপতিও বিজেপিতে যোগ দিয়েছেন।
বিধানসভা ভোটের মুখে দলবদলের রাজনীতিতে শাসককে অনেকটাই টেক্কা দিতে সক্ষম পদ্ম শিবির। প্রায় প্রতিদিনই বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিজেপিতে যোগ দিচ্ছেন তারকারাও। বিজেপিতে যোগ দিয়েই ‘পুরস্কার’ পেয়েছেন অভিনেতা হিরণ। গেরুয়া দলের হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়বেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
তারকা মুখেই খড়গপুর সদর পুনরুদ্ধারের চেষ্টায় পদ্ম শিবির। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জিতে বিধায়ক হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে জিতে দিলীপ ঘোষ সাংসদ হন। খড়গপুর সদরে উপনির্বাচন হয়। সেই ভোটে জেতে তৃণমূল। এবার তারকা প্রার্থী দিয়ে খড়গপুর সদর জোড়াফুলের থেকে ছিনিয়ে নিতে মরিয়া পদ্মফুল।