পশ্চিমবঙ্গে বিজেপির তারকা প্রচারকের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নাম থাকাটা স্বাভাবিকই। তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও, সেই তারকা প্রচারকের তালিকায় নাম থাকল সেলিব্রিটি জগৎ থেকে বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী এবং অভিনেত্রী পায়েল সরকারের নামও। নাম রয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা যশ দাশগুপ্ত প্রমুখের।
আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোট হবে ৮ দফায়। তার আগে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের (প্রথম দফা) জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশিত করা হয়েছে। মোট ৪০ জনের নাম রয়েছে তারকা প্রচারকের তালিকায়। সেই ৪০ জন হলেন-নরেন্দ্র মোদী, জে পি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, অর্জুন মুন্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, কৈলাশ বিজয়বর্গীয়, শিব প্রকাশ, মুকুল রায়, দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান।এছাড়াও তারকা প্রচারক তালিকায় নাম রয়েছে-শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন, বাবুল সুপ্রিয়, শাহনওয়াজ হুসেন, মনোজ তিওয়ারির, রুপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, যশ দাসগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়ের। সবমিলিয়ে তারকা প্রচারকের তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে।
2021-03-10