উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার বিকেল চারটে নাগাদ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরথ সিং রাওয়াত। রাজ্যপাল বেবি রানি মৌর্য তাঁকে শপথবাক্য পথ করিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে মঙ্গলবারই ইস্তফা দিয়েছিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাউরি গারোয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াত। শপথ নেওয়ার পর উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার দৃঢ় বিশ্বাস তিরথ সিং রাওয়াতের নেতৃত্বে প্রগতির নতুন উচ্চতায় পৌঁছে যাবে উত্তরাখণ্ড।”
বুধবার সকালে দেহরাদূনে রাজ্য বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন বিধায়করা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, অজয় ভাট, তিরথ-সহ একাধিক শীর্ষ নেতা। নিশাঙ্ক এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছিলেন। শেষপর্যন্ত তাঁদের ভাগ্যে শিঁকে ছেড়েনি। মুখ্যমন্ত্রী হিসেবে তিরথের নাম ঘোষণা করা হয়। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানান, উত্তরাখণ্ড বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন পাউরি গারোয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিরথ। সেই মতো এদিন বিকেলেই উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরথ সিং রাওয়াত।৫৬ বছরের মুখ্যমন্ত্রী তিরথ অবশ্য জননেতা হিসেবে উত্তরাখণ্ডে বিশেষ পরিচিত নন। পূর্বসূরি ত্রিবেন্দ্রর মতোই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন। এক সময়ের আরএসএসের সঙ্ঘপ্রচারক ছিলেন তিরথ সিং রাওয়াত। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা সুবিদিত রাজনৈতিক মহলে। নিজেও বেশ গোছানো মানুষ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে বেছে নেওয়া প্রসঙ্গে টির্থ বলেন, ‘‘আমি সঙ্ঘপ্রচারক ছিলাম। ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলাম। এই দিন যে কখনও আমার জীবনে আসবে তা ভাবতে পারিনি। এর জন্য প্রধানমন্ত্রী, অমিতজি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে আমি কৃতজ্ঞ।’’ আগামী বছরই নির্বাচন উত্তরাখণ্ডে। আগামী বছর বিধানসভা ভোটের আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিরথ।
2021-03-10