পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ আয়োজনে সরকারি অনুমতি চাইল বোর্ড

পাকিস্তানের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ২০২১ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে এটা জরুরি বলে উল্লেখ করা হয়েছে বোর্ডের তরফে৷

ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে আইসিসি তাদের ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে রেখেছে কোহলি ও সরফরাজদের দ্বি-পাক্ষিক সিরিজের প্রসঙ্গ৷ এমন কি উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপেও দু’দেশকে সম্মুখ সমরে নামতে বাধ্য করা হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে৷

তবে মেয়েদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন৷ আইসিসি’র ওমেনস চ্যাম্পিয়নশিপের ফলাফলের উপর নির্ভর করছে দলগুলির পরবর্তী বিশ্বকাপ খেলা৷ নিয়ম অনুযায়ী ওমেনস চ্যাম্পিয়নসিপ খেলা দলগুলিকে একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ওয়ান ডে সিরিজ খেলতে হবে৷ সেই মতো জুলাই থেকে নভেম্বরের মধ্যে ভারতকে নিজেদের মাটিতে আয়োজন করতে হবে পাকিস্তানের বিরুদ্ধে অন্ততপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ৷ না হলে পয়েন্ট কাটা যাওয়ার সম্ভাবনা থাকছে, যা কিনা ধাক্কা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে ব়্যাংকিং অনুযায়ী মিতালিদের বিশ্বকাপ টিকিট অর্জনে৷

বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) সাবা করিম কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে এই মর্মে চিঠি দিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন৷ তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলেও বোর্ড চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি আবস্থান জেনে নিতে৷ সেই ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নিতে চায় বিসিসিআই৷

গত বছর ছেলেদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল ভারতীয় বোর্ডের উপর৷ তবে টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতেই ভারতের মাটি থেকে সরিয়ে নিয়ে যেতে হয় টুর্নামেন্ট৷ বিসিসিআই-এর তত্ত্বাবধানে গত বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমীরশাহীতে৷

ওমেনস চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও তেমন কিছু ঘটতে পারে যদি একান্তই ভারত সরকার সিরিজ আয়োজনের অনুমতি না দেয়৷ তবে নিরপেক্ষ কেন্দ্রে সিরিজ আয়োজনের ক্ষেত্রে আইসিসি’র নিয়ম বাধা হয়ে দাঁড়ায় কী না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য জানা যায়নি৷

শুধু ভারতের মাটিতেই নয়, ফিরতি সিরিজ খেলতে ভারতীয় দলের পাক সফরে যাওয়াও একই রকম মেঘাচ্ছন্ন দেখাচ্ছে৷ সরকারি অনুমতির প্রসঙ্গ তো রয়েছেই, সঙ্গে পাক ভূ-খণ্ড ক্রিকেট খেলার জন্য কতটা নিরাপদ, তা নিয়েও সংশয় রয়েছে বিস্তর৷ লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর থেকে সেই অর্থে পাক ভূ-খণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট ব্রাত্য হয়ে রয়েছে৷ জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দল এনে পাকিস্তান নিজেদের নিরাপদ প্রমাণ করার চেষ্টা করলেও কোনও দলই ক্রিকেট খেলতে পাকিস্তান সফরে যেতে নারাজ৷ পিসিবি তাদের ঘরোয়া টি-২০ লিগের সব ম্যাচও এখনও নিজেদের মাটিতে আয়োজন করতে ব্যর্থ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.