লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর্ব উত্তরোত্তর বেড়ে চলেছে বলে রাজনৈতিক মহলের মত৷ আর তা যেন প্রায় হিড়িকে এসে দাঁড়িয়েছে৷ প্রায় প্রতিদিনই তৃণমূল শিবির থেকে এক বা একাধিক অথবা দলে দলে কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন৷ সাংসদ-বিধায়ক স্তর থেকে কর্মী-সমর্থক, তালিকা বেশ দীর্ঘ৷ সেই তালিকাকে আরও অনেকটাই বাড়িয়ে দিল উত্তর ২৪ পরগণার প্রায় ৫০০০ তৃণমূল কর্মী৷ হিসেবে বলছে এতজন কর্মী তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে প্রবেস করেছে৷
বৃহস্পতিবার নৈহাটি রেল মাঠে বিজেপির এই বিজয় সমাবেশের অনুষ্ঠানে সাংসদ হিসেবে জয়ের জন্য দিলীপ ঘোষ এবং অর্জুন সিংকে সম্বর্ধনা জ্ঞাপন করে বিজেপির ব্যারাকপুর জেলা সংগঠনের শীর্ষ নেতৃত্বরা৷ এদিনের জনসভায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়া ও উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পুরসভার বিজেপির পুরপ্রধান সৌরভ সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র সহ কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। বিজেপির এই বিজয় সমাবেশের অনুষ্ঠান মঞ্চেই এদিন উত্তর ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন৷
গতকালই বাংলায় মোদীর হাত শক্ত করলেন ২০০ নেতা-কর্মী। যা যথেষ্ট শাসকদলের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিজেপির হাতে এসেছে ভাটপাড়া পুরসভা। বিজেপির হাতে আসতে চলেছে আরও তিন-তিনটি পুরসভা। ইতিমধ্যে সেই সমস্ত পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেছে। যদিও মুকুল রায় দাবি করেছেন, শুধু দুই কিংবা তিনটে নয়, আগামী কয়েকমাসের মধ্যেই বহু পুরসভাই তাঁদের হাতে চলে আসবে। আর এই পরিস্থিতিতে হাওড়া গ্রামীণ জেলায় বড়সড় ভাঙন ধরাল বিজেপি।
বিজেপির দাবি, প্রতিদিনই তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিকদলের কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামীদিনে আরও মানুষ বিজেপির সঙ্গে আসবে বলে দাবি বঙ্গ-বিজেপি নেতৃত্বের। যদিও তৃণমূলের দাবি, যে সমস্ত নেতারা তৃণমূল ছেড়েছেন তাঁদের কোনও জনসংযোগই ছিল না। লোকসভা নির্বাচনে বিজেপির হয়েই তারা কাজ করেছেন বলেও দাবি শাসকদলের। ফলে তাঁদের দলত্যাগে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে তৃণমূল।
উল্লেখ্য, ২০২১ সালের আগে মমতার সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের প্রাক্তন চাণক্য। সাত দফায় তৃণমূল ছেড়ে বিধায়করা বিজেপিতে যোগ দেবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
যদিও পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কেউ তৃণমূল ছেড়ে যাবে না। কিন্তু তাঁর এই হুঁশিয়ারি শুধু কথায়। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক। অন্যদিকে তৃণমূলের চাপ বাড়িয়ে বুধবার দিলীপ ঘোষ জানিয়েছেন, এই গোটা মাস যোগদানের উপর জোড় দেবে বিজেপি। আর তাঁর এই হুঁশিয়ারির মধ্যেই হাওড়া গ্রামীণ এলাকায় তৃণমূলে বড় ভাঙন ধরাল বিজেপি।