শহর কলকতায় আবারও দাপুটে গরম পড়তে চলেছে। দিল্লির মত পরিস্থিতি তৈরী হবে এবার কলকাতায়। দক্ষিণবঙ্গে গোটা মার্চ জুড়েই গরম থাকবে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪১ ডিগ্রি পর্যন্ত। চলতি সপ্তাহের মাঝামাঝি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলার পূর্বাভাস রয়েছে। এখনই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হওয়া অফিস।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তাপমাত্রার জেরে অস্বাভাবিক অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই বছরে রেকর্ড গরম থাকবে। বর্তমান পরিস্থিতি খানিকটা তাই ইঙ্গিত দিচ্ছে। একদিকে দক্ষিণবঙ্গ যখন উত্তপ্ত তখন পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তরের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গে দার্জিলিং,জলপাইগুড়ি,ও কালিম্পঙ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে চরম অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। ভোটের মধ্যেই এই তাপপ্রবাহের পূর্বাভাস চিন্তায় রাখছে নির্বাচন কমিশনকে।