ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা দেখে উজ্জীবিত বিজেপি। রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে বিজেপি ততই আগ্রাসী রণকৌশল নিয়ে এগোতে চাইছে।
দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, রাজ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবেই এবং বিজেপি ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। তাঁরা বলছেন, রাজ্যের মানুষ স্বতস্ফূর্তভাবে বিজপিকে ভোট দেবেন এবং রাজ্যর বাংলাভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বড় অংশও তাঁদেরই ভোট দেবেন। রাজ্যের মহিলা ভোটাররাও তাঁদের সঙ্গেই রয়েছেন।
দিল্লির এক শীর্ষনেতা বলছেন, কেন্দ্রীয় নেতাদের রোড শো থেকে শুরু করে ব্রিগেডের জনসভায় প্রচুর মহিলার উপস্থিতি তার বড় উদাহরণ। তবে, কলকাতা-সহ আশপাশের জায়গায় যে লড়াই ‘কঠিন’ সে কথাও মেনে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এ প্রসঙ্গে এক কেন্দ্রীয় শীর্ষনেতা বলেছেন, “কলকাতা ও সংলগ্ন, যেটাকে প্রেসিডেন্সি অঞ্চল বলা হয় সেখানকার ১০৯টি আসনে আমাদের লড়াই যে কঠিন, আমরা তা জানি। তবে, আমরা সেখানে এগিয়েই রয়েছি।”
বিজেপির দলীয় ইস্তেহার রাজ্যের মানুষের পরামর্শের উপর ভিত্তি করেই তৈরি হবে বলে এদিন জানিয়েছেন আর এক শীর্ষনেতা। এপ্রসঙ্গে তিনি বলেন, “নন্দীগ্রাম থেকে যে ১২০০ পরামর্শ এসেছে তার মধ্যে ন’শোটিতে টাটাকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য আবেদন করা হয়েছে। আমাদের ইস্তাহারে রাজ্যের শিল্পনীতি নিয়ে বিস্তারিত অংশ থাকবে।” কোনও জায়গাতেই তাঁরা কোনও রকম ঢিল দেবেন না, এমন বার্তাই দিয়েছেন তিনি।