Live Update: বাংলার পরিকাঠামো আধুনিক করার প্রতিশ্রুতি মোদীর

 একুশের মঞ্চ প্রস্তুত। সরগরম রাজ্য রাজনীতি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সভা-মঞ্চ আলো করে হাজির বাঙালির অন্যতম আইকন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ব্রিগেডে টলিউডের একঝাঁক তারকা। তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বাংলায় একুশের ভোটে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি ব্রিগেড। সেই লক্ষ্যেই আজ ব্রিগেডের মাঠে জনসভা মোদীর।

# শহরে গেরুয়া উত্তাপ, কলকাতায় মোদী

# কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

# কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে মোদী

#বিমানবন্দর থেকে কপ্টারে রেসকোর্সের মাঠে যাবেন মোদী

#বিমানবন্দর থেকে কপ্টারে রেসকোর্সের পথে মোদী

#রেসকোর্সের মাঠ থেকে ব্রিগেডে যাবেন মোদী

# ব্রিগেডের মাঠে বিজেপির সভায় প্রধান বক্তা নমো

#‘আজকের দিনটা স্বপ্নের মতো’, ব্রিগেডের সভায় বললেন মিঠুন চক্রবর্তী

# মোদীর সঙ্গে একমঞ্চে আমি, এটাতো স্বপ্ন: মিঠুন চক্রবর্তী

# জীবনে অনেক কিছু করার স্বপ্ন দেখেছি: মিঠুন চক্রবর্তী

# আমি যা বলি তা করে দেখাই: মিঠুন চক্রবর্তী

# এক ছোবলে ছবি, ব্রিগেডের মঞ্চে মিঠুনের নয়া ডায়লগ

# আমি গর্বিত, আমি বাঙালি: মিঠুন চক্রবর্তী

#আমি জলঢোঁড়া নই, বেলেঢোঁড়া নই, আমি জাত গোখরো: মিঠুন চক্রবর্তী

# কলকাতায় নেমে টুইট মোদীর

# কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে পৌঁছবেন নরেন্দ্র মোদী। তাঁকে নিয়ে আসছেন তিনটি হেলিকপ্টার।

# মোদীর কপ্টার দেখা যেতেই উঠল জয় শ্রী রাম ও ভারত মাতা কি জয় স্লোগান।

# রেসকোর্সে নামল মোদীর কপ্টার

# কয়েকদিনের মধ্যে নকুন সরকার আসছে: দেবশ্রী

# কোনও খেলা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না: দেবশ্রী

# পশ্চিমবঙ্গ দেখেছে সন্তানকে হত্য়া করে মাকে রক্তমাখা ভাত খাওয়ানো, গণতান্ত্রিক অধিকার হরণের খেলা, ৮২ বছরের মাকে মেরে রক্তাক্ত করার খেলা। এবার পশ্চিমবঙ্গে কোনও খেলা হবে না। উনন্য়ন হবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে: দেবশ্রী

# ভাইব্রেন্ট গুজরাট আমরা বানিয়েছি। যারা বিজেপি শাসিত রাজ্যে পড়তে চাইছে তাদের জিজ্ঞাসা করুন, যারা কাজ করতে হরিয়ানা মধ্যপ্রদেশে যাচ্ছে তাদের জিজ্ঞাসা করুন উন্নয়ন কাকে বলে: দেবশ্রী

# ব্রিগেড সমাবেশে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

# সভা থেকে হাত নেড়ে সবাইকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী

# উত্তরীয় দিয়ে মোদীকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ

# মোদীকে উত্তরীয় পরালেন মিঠুন চক্রবর্তী

# ২ বছর আগে লোকসভায় ৫০ শতাংশ আসন জিতিয়ে দেব। বাংলার মানুষ আশীর্বাদ করে প্রায় অর্ধেক আসন দিয়েছেন আমাদের: দিলীপ

# এই নির্বাচনে ২০০ সিট নিয়ে বিজেপি সরকার গড়ার আবেদন দিলীপের

# ভারত মাতা কি জয় ও বন্দেমাতরম বলে বক্তব্য শুরু মোদীর

# শত শত ব়্যালি দেখেছি। কিন্তু এত বড় জনসমাবেশের আশীর্বাদ আজ দেখলাম: মোদী

# বাংলার মাটি জ্ঞান বিজ্ঞানকে ভারতের গৌরব বাড়িয়েছে, স্বাধীনতায় দিশা দিখিয়েছে

# বাংলা যেমন একদিকে স্বামী বিবেকানন্দের জন্মস্থান, অন্যদিকে সুভাষচন্দ্রের জন্মস্থান, একদিকে অরবিন্দের জন্মস্থান, অন্যদিকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান। এটি পুরো ভারতের প্রেরণা ক্ষেত্র।

# বাংলার মহান ভূমির যে হাল করা হয়েছে তা ভোগ করেছে বাংলার মানুষ। বাংলার মানুের মহানুভবতা যে তারা কখনও পরিবর্তনের আশা ছাড়েনি। পরিবর্তনের জন্য মমতার উপর ভরসা করেছিল বাংলার মানষ। কিন্তু দিদি ও তার ক্যাডার স্বপ্ন ভেঙে দিয়েছে। বাংলার বিশ্বাস ভেঙেছে ওরা। বাংলাকে অপমানিত করেছে। কিন্তু বাংলার মানুষের আশা ভাঙতে পারেনি।

# “বাংলা চায় উন্নতি, বাংলা চায় শান্তি, বাংলা চায় প্রগতিশীত বাংলা, বাংলা চায় সোনার বাংলা”, বাংলায় বললেন মোদী

# আজ বিজেপিকে আশীর্বাদ দিতে লক্ষ লক্ষ লোক এসেছে

# মিঠুনের সফলতার পূণ্য তিনি লোকনাথ বাবার আশীর্বাদে সবার কাছে পৌঁছে দিচ্ছেন

# ভারত মাতার আশীর্বাদে সোনার বাংলার সংকল্প অবশ্যই সিদ্ধ হবে

# এখানে প্রতি ব্যক্তি আমাদের মা, বোন। তারা আসল পরিবর্তনের জন্য এসেছে

# বাংলার যুব, কৃষক, উদ্যমী, বোনেদের বিকাশের জন্য আমরা ২৪ ঘণ্টা পরিশ্রম করব। প্রতি মুহূর্ত আপনাদের জন্য বাঁচব। কাজ, সেবার মাধ্যমে আপনাদের মন জিতে নেব

# বিজেপির যে সরকার হবে বাংলার লোকদের হিত সবার আগে থাকবে

# আসল পরিবর্তনের মন্ত্র প্রেরণা

# আসল পরিবর্তন মানে যেখানে শিক্ষা ও কর্মস্থান থাকবে। যেখানে মানুষকে পালাতে হবে না। যেখানে ব্যবসা বাড়ে। যেখানে আধুনিক পরিকাঠামো হবে। যেখানে গরীবদের এগোনোর সুবিধা থাকবে। যেখানে সবক্ষেত্রে বরাবর ভাগিদারি থাকবে। উত্তর বা দক্ষিণবঙ্গে আদিবাসী শরণার্থী সবার উপরেরই নজর দেওয়া হবে।

# সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র হবে।

# স্বাধীনতার পর থেকে বাংলা যা হারিয়েছে বাংলা থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা আপনারা আমার চেয়ে ভাল জানেন। আমার সংকল্প যা কেড়ে নেওয়া হয়েছে বাংলা থেকে সেগুলো ফেরত দেওয়া হবে।

# সামনের ২৫ সাল গুরুত্বপূর্ণ। তার প্রধন ধাপ এই বিধানসভা নির্বাচন

# ৫ বছরের বংলার বিকাশ ২৫ বছরের আধার হবে। তাই শুধু বাংলায় সরকার বানানোর ভোট দেবেন না। বাংলাকে বিকাশের নতুন ধাপে ওঠাতে ভোট দেবে।

# দেশ যখন স্বাধীনতার ১০০ সাল উদযাপন করবে তখন বাংলা ফের সবাইকে দিশা দেখাবে।

# বিজেপি সরকার এই চিন্তাধারা নিয়েই এগোবে

# কলকাতাকে সিটি অফ ফিউচার বানানোর আহ্বান। বাঙালিরা চায় সেরা শহরগুলির মধ্যে কলকাতা আসবে। তার জন্য কাজ করবে বিজেপি।

# কলকাতা মেট্রোর বিস্তার দ্রুত হচ্ছে

# অনেক কাজ এখনও আটকে আছে। সেগুলো বিজেপি সরকার ক্ষমতায় এলে গতি পাবে

# স্মার্ট সিটি প্রজেক্টের কাজ করবে বিজেপি। নতুন উড়ালপুর হবে

# কলকাতায় ঝুপড়িতে থাকা মানুষদের পাকা বাড়ি হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ফল পাবে মানুষ

# বাংলার অন্য শহরের পরিকাঠামো আধুনিক হবে। শিক্ষা, কর্মসংস্থানের প্রতিশ্রুতি মোদীর

# ফুট প্রসেসিং সহ একাধিক উদ্যোগের প্রতিশ্রুতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.