প্রতীক্ষার শেষ, ব্রিগেডের মঞ্চে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্লোগান, করতালিতে তাঁকে স্বাগত জানালেন উচ্ছ্বসিত জনতা।
জল্পনার অবসান। মোদীর মেগা ব্রিগেডে মঞ্চ থেকে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। একেবারে বাঙালিবাবু বেশে গেরুয়া মঞ্চে হাজির হন মহাগুরু। ব্রিগেডের মঞ্চে ভাষণে মিঠুন বলেন, ‘বাঙালি বলে গর্বিত বোধ হয়।’ এরপরই নিজের জনপ্রিয় সিনেমার সংলাপ তুলে ধরে কিছুটা চড়া সুরে সুপারস্টারের হুঁশিয়ারি, ‘আমি জলঢোড়াও নই, আমি বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি, হ্যাঁ, এবার বাংলায় এটাই হবে। আমার উপর আস্থা রাখুন। পালিয়ে যাওয়ার জন্য আসিনি।’
নির্বাচনের আগে ব্রিগেড সবসময়ই শক্তি প্রদর্শনের ক্ষেত্র হয়ে ওঠে। গত সপ্তাহে বাম-কংগ্রেসে বিগ্রেড ঘিরে দেখা গিয়েছিল তেমনই উন্মাদনা। তবে এবার প্রেক্ষাপটে বড় বদল। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর এই প্রথম জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের এই ব্রিগেড যে মেগা অনুষ্ঠান হতে চলেছে তার ইঙ্গিত দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কী বার্তা দেন মোদী, কী রণকৌশল ঠিক করে দেন আজ সেদিকেই তাকিয়ে সমর্থকেরা।