ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনাগ্রাফ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। গত একদিনে রাজ্যে ২ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। শুক্রবারের পর শনিবারও মৃত্যুশূন্য কলকাতা। তবে উদ্বেগ বাড়িয়েছে করোনার বিদেশি স্ট্রেন।
স্বাস্থ্যদফতরের শনিবার রাতের রিপোর্ট অনুযায়ী, এদিন এ রাজ্যের তিনজনের শরীরে ব্রিটেন স্ট্রেন এবং একজনের শরীরে আফ্রিকান স্ট্রেন মিলেছে । সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। ফলে এদিন এ রাজ্যের মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৬ হাজার ৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সর্বাধিক কোভিড সংক্রমিতের হদিশ মিলেছে কলকাতায়। একদিনে কোভিড আক্রান্ত ৮৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। সে জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ জন। কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোনও কোভিডের আক্রান্তের হদিশ মেলেনি।
এদিকে, শুক্রবারের পর শনিবারও মৃত্যুহীন তিলোত্তমা। তবে রাজ্যে করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে ২ জনের। তাঁরা হাওড়া ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ফলে এদিন রাজ্যে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৭৭ জন।
তবে স্বাস্থ্যদফতরকে স্বস্তি দিচ্ছে এ রাজ্যের সুস্থতার হার। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭০ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে বেশি। ফলে শনিবার এ রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬২ হাজার ৯৪৫ জন। অর্থাৎ রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৬ শতাংশ।