কখন আসবেন প্রধানমন্ত্রী?

বঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে বাংলায় প্রচারে আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের জনসভা হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর এই ব্রিগেড দিয়ে শুরু হচ্ছে বিজেপির মেগা প্রচার। এর আগেও প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ করেছিলেন ২০১৯ লোকসভা নির্বাচনের আগে। সেখানেও জনগণের একটা ঢল লক্ষ্য করে গেছিলো। রাজনৈতিক মহলের আশা এইবারের ব্রিগেডে ওর থেকেও বেশি জনসমাবেশ দেখা যাবে।

তার জন্য একেবারে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সকাল থেকেই আসতে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রাপথ এদিন শুরু হবে দিল্লি বিমান বন্দর থেকে। সকাল ১১ টা ২০ মিনিট নাগাদ কলকাতার উদ্দেশ্যে বিমানে রওয়ানা দেবেন মোদি। বেলা ১ টা ২০ মিনিট নাগাদ পৌঁছাবেন কলকাতা বিমানবন্দরে।

তারপর কলকাতা বিমান বন্দর বন্দর থেকে ১ টা ২৫ মিনিট নাগাদ কপ্টারে রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে। বেলা ১ টা ৪৫ মিনিটে রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে নামবেন নমো। তারপর সেখান থেকে গন্তব্য স্থল ব্রিগেড যেখানে তার জন্য অপেক্ষমান বহু বিজেপি কর্মী সমর্থক। সেখানে একটা লম্বা ভাষণ দিয়ে সরাসরি ব্যাক টু দিল্লি। বিকেল ৩ টে ৪৫ মিনিট নাগাদ তিনি আবার রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই সেখান থেকে সোজা ফ্লাইট। তারপর দিল্লি।

শুধু ব্রিগেডেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং জে পি নাড্ডা এর বড়ো বড়ো ৩ হাজার কাট আউট লাগানো হয়েছে। এছাড়াও থাকছে ২০ টি জায়ান্ট স্ক্রিন। বিজেপি জানাচ্ছে, শিয়ালদহ, সেন্ট্রাল এভিনিউ, এবং হাওড়া থেকে ৩টি বড়ো মিছিল ব্রিগেডে পৌঁছাবে। সেই মিছিলেই বিজেপির সমর্থকরা থাকবেন বলে বিজেপি সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.