তৃণমূল কর্মীদের একাংশের কথায়, লোকসভা নির্বাচনে আসানসোলে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছিল। যার ফলে হারতে হয়েছে তাদের। এবার বিধানসভা নির্বাচনেও বহিরাগত প্রার্থী চাপিয়ে দিল দল।
তারকা প্রার্থীর বদলে স্থানীয় প্রার্থী চাই। শুক্রবার তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার পর থেকে এমন বিক্ষোভ হয়েছে প্রায় সর্বত্র। শনিবার একই দাবিতে বিক্ষোভ হল পশ্চিম বর্ধমানের আসানসোলে। আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী সায়নী ঘোষকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ দেখালেন বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা। এমন বিক্ষোভে অসহায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দিন কয়েক আগে তৃণমূলে যোগ দেওয়ার পরই আসানসোল দক্ষিণ থেকে দলের টিকিট পেয়েছেন সায়নী ঘোষ। দলের মনোনীত প্রার্থীকে পছন্দ হয়নি বহু তৃণমূলকর্মীরই। তাদের দাবি, ওই কেন্দ্রে প্রার্থী করতে হবে দলের শিক্ষক নেতা অশোক রুদ্রকে।
তৃণমূল কর্মীদের একাংশের কথায়, লোকসভা নির্বাচনে আসানসোলে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছিল। যার ফলে হারতে হয়েছে তাদের। এবার বিধানসভা নির্বাচনেও বহিরাগত প্রার্থী চাপিয়ে দিল দল। যা কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
দলীয় কর্মীদের বিক্ষোভের সামনে অসহায় কেন্দ্রের বিদায়ী বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এটা তো হতোই। সবাইকে বুঝিয়ে প্রচারে নামাতে হবে।’