দরকার হলে ছেলে শুভেন্দু অধিকারীর হয়ে নন্দীগ্রামে প্রচার করবেন তিনি। শনিবার সন্ধ্যায় খোলাখুলি সেকথা সংবাদমাধ্যমকে জানালেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, মমতা নন্দীগ্রামে লড়তে এসে মস্ত ভুল করেছেন। বাবা হয়ে কি ছেলের পাশে থাকা আমার কর্তব্য নয়।
শুভেন্দু বিজেপিতে যোগদান করার পর থেকেই শিশিরবাবুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক তলানিতে। একের পর এক পদ থেকে সরানো হয়েছে তাঁকে। সঙ্গে সমানতালে বেড়েছে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা। সেই শিশিরবাবুই এবার সরাসরি দলনেত্রীর বিরুদ্ধে প্রচারে নামতে প্রস্তুত বলে জানালেন।
শনিবার শিশিরবাবু বলেন, ‘খবর যা পাচ্ছি তাতে নন্দীগ্রামে শুভেন্দু বড় ভোটে জিতবে। তাই আমার প্রচারে নামা দরকার হবে বলে মনে হয় না। কিন্তু যদি ছেলেরা বলে তাহলে প্রচারে নামবো।’
সঙ্গে কাঁথির তৃণমূল সাংসদ বলেন, ‘মমতা এখানে লড়তে এসে মস্ত ভুল করেছে। ভোটের ফল ওর পক্ষে যাবে না। শুভেন্দুই বড় ব্যবধানে জিতবে।’ তিনি জানিয়েছেন, দলনেত্রীর বিরুদ্ধে ময়দানে নামতে মনস্থির করে ফেলেছেন। তবে তাঁর প্রচারে নামা দরকার হবে বলে মনে হয় না।