মোদির ব্রিগেডে বিশেষ অতিথি হিসাবে দেখা যেতে পারে চলচ্চিত্র অভিনেতা অক্ষয় কুমারকে। আগামীকাল উপস্থিত থাকতে পারেন অক্কি। এমনটাই খবর সূত্রের। ২০২১এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। ২০১৯ সালেও লক্ষ্য ছিল সেটাই। ভোটের আগে বারবার বাংলায় এসেছেন তিনি। এবার লক্ষ্য বাংলার বিধানসভা দখল। কেন্দ্রীয় নেতারা আসছেনই। পালে হাওয়া লাগারে বারবার মোদীরাগমন ঘটছে কলকাতায় এবং এ রাজ্যে।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথম শহরে আসছেন মোদী। বিজেপি সূত্রের খবর, রবিবার মোদীর সভায় হাজির থাকবেন বলিউড তারকা অক্ষয় কুমার। ব্রিগেডে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন খিলাড়ি কুমার। মোদীর সঙ্গে অক্ষয়ের সুখবরের খবর সর্বজনবিদিত। বিভিন্ন ইস্যুতে হামেশাই নমোর পাশে দাঁড়িয়েছেন আক্কি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও মোদীর সাক্ষাত্কার নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। তবুও মোদীর প্রশংসা থেকে পিছিয়ে আসেননি তারকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে থাকছেন বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এমনটাই খবর সূত্রের। আজ শনিবার কলকাতায় শুটিং আছে তাঁর। শোনা যাচ্ছে রবিবার তারপর ব্রিগেডে থাকবেন তিনি। বাংলার মানুষের অত্যন্ত কাছের এই অভিনেতা। তার উপস্থিতিতে বাংলার মানুষের মন জয় করা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত বাংলার জনপ্রিত অভিনেতাদের মঞ্চে রেখে আম জনতার মন জয়ের জন্যই বিজেপির এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক সপ্তাহ আগে আরএসএস সুপ্রিমো মোহন ভাগবতের সঙ্গে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। সেসময় বিজেপিতে যোগ দানের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি।
এর আগে শোনা যাচ্ছিল মোদীর ব্রিগেডে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর বাড়িতে দেখা গিয়েছিল এক বিজেপি নেতাকে। অভিনেতাকে অমিত শাহের উপর লেখা একটি বই উপহার দিয়েছিলেন তাঁরা। তারপরেই প্রসেনজিতের বিজেপিতে যোগ দানের জল্পনা শুরু হয়। সবথেকে বেশি শোরগোল হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। বলা হয় তাঁকে দেখা যাবে মোদীর ব্রিগেডে। কিন্তু তা নিয়ে কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। সৌরভ নিজে অবশ্য বলেছেন তিনি কোনও রাজনীতিতে নেই।