চতুর্দশ আইপিএলের নির্ঘণ্ট বেজে গেল৷ ২০২১ আইপিএল হবে ভারতের মাটিতেই৷ বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ শুরু করে ৯ এপ্রিল৷ ফাইনালে ৩০ এপ্রিল৷ তবে এবারের আইপিএলের ম্যাচগুলি খেলা হবে বায়ো-সিকিওর পরিবেশে ছ’টি ভেন্যুতে৷
করোনা আবহে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ দেশের মাটিতে আয়োজন করা সম্ভব হয়নি৷ ফলে ২০২০ আইপিএল সযুক্ত আরব আমীরশাহীতে আয়োজন করেছিল বিসিসিআই৷ কোভিড-১৯ সংক্রমণ ফের মাথা চাড়া দেওয়ায় ভারতে আইপিএল হওয়া নিয়ে সংশয় ছিল৷ বোর্ডের তরফে এখনও সরকারিভাবে ঘোষণা না-হলেও সুত্রের খবর দেশের মাটিতেই হচ্ছে আইপিএলের চতুর্দশ সংস্করণ৷
তবে আট দলের টুর্নামেন্টে আটি ভেন্যুর পরিবর্তে এবারের ম্যাটগুলি হবে মোট ছ’টি ভেন্যুতে৷ এগুলি হল আমদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, কলকাতা ও মুম্বইয়ে৷ বায়ো-সিকিওর পরিবশে, ৫২দিনের টুর্নামেন্টে মোট ৬০টি ম্যাচ হবে৷ বিসিসিআই ইতিমধ্যেই বায়ো-সিকিওর পরিবেশে ঘরোয়া টুর্নামেন্টে মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফির সফল আয়োজন করেছে৷ চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ৷ শনিবারই শেষ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ৷ চেন্নাই ও আমদাবাদে ২টি করে চারটি টেস্ট হয়েছে৷ এবার আমদাবাদে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এবং পুনেতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোং৷
গত বছর আইপিএলের ম্যাচগুলি হয়েছিলেন আমীরশাহীর তিনটি শহরে৷ আবু ধাবি, দুবাই ও শারজায়৷ ফাইনালে দিল্লি ক্যাপিটালকে হারিয়ে পঞ্চমবার আইপিএলে খেতাব জেতে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স৷ মরু শহরে সফলভাবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ আয়োজন করতে সক্ষম হয়েছিল বিসিসিআই৷
তবে বোর্ডের তরফে সরকারিভাবে চতুর্দশ আইপিএলের দিনক্ষণ ঘোষণার আগেই প্রস্তুতির পরিকল্পনা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস৷ আইপিএলের প্রথম দল হিসেবে ১১ মার্চ থেকে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন ধোনিরা৷ প্রাক-মরশুম ক্যাম্পের জন্য ইতিমধ্যেই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি-সহ দলের সিনিয়র ক্রিকেটাররা৷ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন এমন ক্রিকেটারদের বাদ দিয়েই শুরু হতে চলেছে সিএসকে-র অনুশীলন পর্ব৷ ধোনি ছাড়াও থাকতে পারেন সুরেশ রায়না৷ যিনি গত মরশুমে ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই দেশে ফিরে এসেছিলেন রায়না৷