পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ৫৭ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ৫৭ আসনের প্রার্থীর
তালিকা প্রকাশ করল বিজেপি । আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে
শনিবার ৫৭ জনের প্রার্থীর তালিকা প্রকাশ করে
বিজেপি । প্রত্যাশা মতই নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
বিধানসভা নির্বাচন ঘোষণার আট দিন পরে শনিবার প্রথম দু’দফার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ
করল বিজেপি। তিনটি আসন বাদ রেখে মোট ৫৭ আসনের প্রার্থীপদ ঘোষণা করলেন বিজেপির জাতীয়
সাধারণ সম্পাদক অরুণ সিং। তার মধ্যে রয়েছে একাধিক চমক। সবচেয়ে তাৎপর্যপূর্ণ খবর, বাংলার ভোটের সব থেকে হেভিওয়েট
কেন্দ্র নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারীই৷ নন্দীগ্রামে তৃণমূল
সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন শুভেন্দু । ময়নায় প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ডেবরায় তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আরেক প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ৫৭টি আসনের মধ্যে একটি আসন শরিক দল আজসুকে ছেড়েছে বিজেপি।
রাত পোহালেই মোদীর ব্রিগেড। সূত্রের খবর, ব্রিগেডে
মোদী মঞ্চে হাজির থাকতে চলেছেন এই ৫৭ প্রার্থীই।
উল্লেখ্য, গত ৪ মার্চ কেন্দ্রীয় কমিটি বিজেপির প্রার্থীতালিকা নিয়ে বৈঠকে বসে।
সেই বৈঠকেই শিলমোহর পড়ে এই তালিকায়। বৈঠকে সেদিনই উপস্থিত ছিলেন অমিত শাহ, নরেন্দ্র
মোদীও। শুভেন্দু দিল্লিতেই দরবার করেছিলেন নন্দীগ্রামের আসন। দলও তাঁকে সেই আসনই দিল।
শুভেন্দু বলেছিলেন হাফ লাখ ভোটে লড়ার। এখন দেখার শুভেন্দু সেই চ্যালেঞ্জটায় জয় করেন
কিনা।