করোনাভাইরাসের টিকা নিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। শনিবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। টিকা নেওয়ার পর কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছেন, “দেশে তৈরি হওয়া করোনা ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত। আপনারাও অবশ্যই টিকা নেবেন।”
গত সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাচ্ছেন। এদিন টিকা নেওয়ার পর টুইট করে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছেন, “নয়াদিল্লি আরএমএল হাসপাতালে গিয়ে করোনা থেকে সুরক্ষার জন্য টিকা নিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে বিশ্বের সবথেকে বড় টিকাকরণ অভিযান চলছে। দেশে তৈরি হওয়া করোনা ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত। আপনারাও অবশ্যই টিকা নেবেন।”
2021-03-06