বাংলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ( infection)২০৯ জন৷ মৃত আরও একজন৷ কিন্তু বাড়েনি সুস্থতার হার৷
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department) এর বুলেটিনের তথ্য অনুযায়ী,রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (COVID-19)সংখ্যা ২০৯ জন৷ বুধবার ছিল ২২৫ জন৷ মঙ্গলবার ছিল ১৭১ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৭৫ হাজার ৯২১ জন৷
বাংলায়(West Bengal)গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১৭ জন৷ বুধবার ছিল ২৩১ জন৷ মঙ্গলবার ২০৯ জন৷ তার ফলে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৬২ হাজার ৪১২ জন৷ আর সুস্থতার হার ৯৭.৬৫ শতাংশ৷ যা মঙ্গল ও বুধবার একই ছিল৷
রাজ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এক জনের৷ বুধবার ছিল ২ জন৷ মঙ্গলবারও সংখ্যাটা একই ছিল৷ গত সোমবার অবশ্য সংখ্যাটা ছিল শূন্য৷ তা স্বত্বেও বাংলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৭৩ জনে৷
তবে বাংলায় এক শতাংশ কমেছে মৃত্যুহার৷ ৩ মার্চ এর তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ৷ যা গত সোমবারও ছিল ১ দশমিক ৭৯ শতাংশ৷ যদিও পশ্চিমবঙ্গে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যাটা ৪১৬ জন৷ হোম আইসোলেশনে ২,৮২৯ জন৷ সেফ হোমে নেই একজনও৷
একদিনে টেস্ট হয়েছে ১৯ হাজার ৪৯১টি৷ বুধবার ছিল ২০ হাজার ৩৩০টি৷ মঙ্গলবার ১৮ হাজার ৯৬৫টি৷ ফলে মোট করোনা টেস্ট হয়েছে ৮৬ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৮৬ লক্ষ ৩৮ হাজার ৭৮টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৯৫,৯৭৯ জন৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৩ হাজারের একটু বেশি৷ তথ্য অনুযায়ী,৩ হাজার ২৩৬ জন৷ বুধবার ছিল ৩ হাজার ২৪৫ জন৷ তুলনামূলক একদিনে মাত্র ৯ জন কম৷ গত মঙ্গলবার ছিল ৩ হাজার ২৫৩ জন৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷