মাওবাদী হামলায় ফের রক্তাক্ত হল ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসার টোকোলো থানা এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ঝাড়খন্ড জাগুয়ার ইউনিটের দু’জন জওয়ান, বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন জাগুয়ার জওয়ান ও একজন সিআরপিএফ জওয়ান। টোকোলো থানার অন্তর্গত লানজি জঙ্গলের ঘটনা। পশ্চিম সিংভূম জেলার ডিএসপি (সদর দফতর) সুধীর কুমার জানিয়েছেন, আহত জওয়ানদের আকাশপথে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। শহিদ জওয়ানদের নাম-কনস্টেবল এইচ শাহ (পালামু) এবং কনস্টেবল কিরণ সুরিন (সিমদেগা)। বৃহস্পতিবার সকালে লানজি জঙ্গলে তল্লাশি অভিযানের সময় আইইডি বিস্ফোরণ হয়।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ, পশ্চিম সিংভূম জেলার হোয়াহাতু গ্রামের কাছে জঙ্গলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়। আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ঝাড়খন্ড পুলিশের ঝাড়খন্ড জাগুয়ার ইউনিটের দু’জন জওয়ান এবং দু’জন জাগুয়ার জওয়ান আহত হয়েছেন ও একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। ঝাড়খন্ড পুলিশ জানিয়েছে, ঝারঝারা এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে পান হারিয়েছেন ঝাড়খন্ড জাগুয়ার উইনিটের দু’জন জওয়ান। বিস্ফোরণের পরই জঙ্গলের সর্বত্র তল্লাশি চালানো হয়, কিন্তু মাওবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
2021-03-04