করোনাভাইরাসের টিকা নিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। বৃহস্পতিবার সকালে জম্মু-র সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। টিকা নেওয়ার পর জম্মু ও কাশ্মীরকে করোনা-মুক্ত করার আহ্বান জানিয়েছেন মনোজ সিনহা। টুইট করে লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, যাঁরা টিকা নেওয়ার যোগ্য তাঁরা সকলে এগিয়ে আসুন এবং টিকা নিন।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির ,করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। গত সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন। বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নেওয়ার পর লেফটেন্যান্ট গভর্নরের দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, “বৃহস্পতিবার কোভিড ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিলাম। যাঁরা টিকা নেওয়ার যোগ্য তাঁরা সকলে এগিয়ে আসুন এবং টিকা নিন। এভাবেই জম্মু ও কাশ্মীর থেকে নির্মূল করা যাবে কোভিড ১৯-কে।”
2021-03-04