কয়েক দিন আগেই মার্কিন সংস্থার রেকর্ডেড ফিউচার জানিয়েছে গতবছর যখন লাদাখ সীমান্তে ভারত-চীন বিরোধ তুঙ্গে, ঠিক সেই সময়, চিনারা ভারতের একাধিক দপ্তরের নেটওয়ার্কিং সাইট হ্যাক করার চেষ্টা করেছিল।এরপর বুধবার রেকর্ডেড ফিচার আবারও জানালো, ভারতের একটি বন্দরে এখনো হ্যাকিংয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে চিনারা।
চীন সরকারের মদদপুষ্ট একটি গোষ্ঠী ভারতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে অচল করে দিতে চাইছে। চিনা হ্যাকারদের ওই গোষ্ঠীর নাম রেডইকো। তারা ভারতের পাওয়ার গ্রিডে অন্তত দশবার হ্যাকিংয়ের চেষ্টা করেছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা হ্যাকিংয়ের চেষ্টা চালিয়ে গেছে। এখনো তারা হ্যাকিংয়ের চেষ্টা চালাচ্ছে।
এদিকে বুধবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, “প্রমাণ ছাড়াই আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। এই ধরনের কাজ দায়িত্বজ্ঞানহীনও অসৎ উদ্দেশ্য প্রণোদিত।”
গত অক্টোবরে মুম্বাইতে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। কয়েক ঘণ্টার জন্য শেয়ার বাজার, পরিবহন ব্যবস্থা, হাসপাতালগুলো অচল হয়ে পড়ে। তখনই সন্দেহ হয়েছিল পাওয়ার গ্রিড হয়তো হ্যাকিং করা হয়েছে। সম্প্রতি রেকর্ডেড ফিউচার বলেছে গত বছর জুন মাসের পর থেকে চিনারা ভারতের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে ম্যালওয়ারের মাধ্যমে অচল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। মার্কিন ঐ সংস্থা জানিয়েছে ম্যালওয়ার গুলিবেশিরভাগই অ্যাক্টিভেটেড হয়নি। তবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির সিস্টেমের ভেতরে ম্যালওয়ার কিভাবে কাজ করছিল রেকর্ডের ফিউচার জানাতে পারেনি কারণ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তথ্য তারা পায় না।