আত্মনির্ভর ভারত নির্মাণের জন্য আত্মবিশ্বাস অত্যন্ত জরুরী, সেই আত্মবিশ্বাস থাকতে হবে দেশের যুব সমাজের মধ্যে। বুধবার শিক্ষা ক্ষেত্রে বাজেট বাস্তবায়ন সংক্রান্ত ওয়েবিনারে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, “আত্মনির্ভর ভারত নির্মাণের জন্য যুবসমাজের মধ্যে আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরী। নিজেদের শিক্ষা, দক্ষতা এবং জ্ঞানের প্রতি বিশ্বাস থাকলেই যুবসমাজের মধ্যে আত্মবিশ্বাস আসবে। এই দৃষ্টিভঙ্গি থেকেই নতুন জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে। এ বছরের বাজেটে স্বাস্থ্যের পরই সবথেকে বেশি নজর দেওয়া হয়েছে শিক্ষা, দক্ষতা, গবেষণা এবং উদ্ভাবনের উপর।” প্রধানমন্ত্রীর কথায়, “এই বছরের বাজেটে, আমরা প্রতিষ্ঠান তৈরি এবং অ্যাক্সেসের উপর বেশি নজর রেখেছি। ভারতে এই প্রথমবার ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে।”
নতুন জাতীয় শিক্ষা নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, “নতুন জাতীয় শিক্ষানীতিতে, ভারতীয় ভাষার ব্যবহারকে উৎসাহ দেওয়া হয়েছে। বিশ্বের সেরা, বিষয়বস্তুকে কীভাবে ভারতীয় ভাষায় উপলব্ধ করা যায়, তা প্রতিটি ভাষার বিশেষজ্ঞেরই দায়িত্ব।” প্রধানমন্ত্রী জানান, “ভারত হাইড্রোজেন যানবাহন পরীক্ষা করেছে। হাইড্রোজেনকে পরিবহণের জ্বালানী হিসেবে ব্যবহার করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এনার্জি সেক্টরে ভবিষ্যতের জ্বালানী এবং গ্রিন এনার্জি আমাদের স্বনির্ভরতার মূল চাবিকাঠি। তাই বাজেটে হাইড্রোজেন মিশন ঘোষণা করা হয়েছে, যা একটি বিরাট প্রোজেক্ট।” প্রধানমন্ত্রী বলেন, “কৃষকদের আয় বাড়ানোর জন্য, তাঁদের জীবনযাত্রা উন্নত করার জন্য, বায়োটেকনোলজির সঙ্গে যুক্ত গবেষণায় যাঁরা নিযুক্ত রয়েছেন, তাঁদের কাছ থেকে দেশের প্রচুর প্রত্যাশা রয়েছে।”
2021-03-03