ভূমিধসের জেরে আবারও অবরুদ্ধ হয়ে পড়ল সমগ্র দেশের সঙ্গে কাশ্মীর উপত্যকাকে সংযোগকারী শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। বুধবার ভোররাত তিনটে থেকে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। ভূমিধসের কবলে পড়ে একটি তেলের ট্যাঙ্কার। দীর্ঘ সময়ের অক্লান্ত চেষ্টার পর, ওই তেলের ট্যাঙ্কারটিকে অত্যন্ত সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
জম্মু ও কাশ্মীর সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অথরিটি জানিয়েছে, বানিহালের শাবানবাস এলাকায় ভূমিধসের কারণে, বুধবার ভোররাত তিনটে থেকে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। ভূমিধসের কারণে আটকে পড়ে একটি তেলের ট্যাঙ্কার। পরে ওই তেলের ট্যাঙ্কারটিকে উদ্ধার করা হয়। দীর্ঘ সময় শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় জাতীয় সড়কের উভয় দিকে আটকে পড়ে অসংখ্য যানবাহন, যানজটে নাকাল হতে হয় মানুষজনকে।
2021-03-03