আর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগণাতে। তালিকায় রয়েছে শহর কলকাতাও।
নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি ঝাড়খণ্ড এবং বাংলাদেশে সৃষ্টি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের জেরে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি বৃষ্টির প্রভাবে এক ধাক্কায় পারদও খানিকটা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা ছাড়াও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও।
রবিবার বেশ জোরে কয়েক পশলা বৃষ্টির দৌলতে শহরের পারদ নেমেছিল খানিকটা। তবে সোমবার সকাল থেকেই ফের চড়চড় করে বাড়তে থাকে উত্তাপ। সঙ্গে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিলেন শহরবাসী। তবে সে দিনই আলিপুর হাওয়া অফিস আশার বাণী শুনিয়েছিল। আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি বুধবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া দফতর।
সেই মতোই মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। মাঝে মাঝেই ঠাণ্ডা হাওয়াও বইছে। অনুমান,এ দিন বিকেল থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজবে শহর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।