পশ্চিমবঙ্গে নৈরাজ্য দেখলে ভীষণ কষ্ট হয় : যোগী আদিত্যনাথ

পশ্চিমবঙ্গ সর্বদা সাংস্কৃতিক জাতীয়তাবাদের পুন্যভূমি ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবের ভূমি ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু, এখন যখন পশ্চিমবঙ্গে নৈরাজ্যের পরিবেশ দেখি তখন ভীষণ কষ্ট হয়। মঙ্গলবার মালদহ জেলার গাজোলে, নির্বাচনী জনসভায় তৃণমূল সরকারকে আক্রমণ করে এই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার গাজোল কলেজ ময়দানে জনসভা করেন যোগী। এদিন শুরুতেই যোগী আদিত্যনাথ বলেন, “আমি চৈতন্য মহাপ্রভুর এই পবিত্র বাংলার ভূমিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সনাতন সংস্কৃতির পীঠস্থান এই বাংলা। আর এই বাংলায় পরিবর্তন আনতেই হবে। এটা সেই বাংলা যেখানে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার এনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করে।”
আক্ষেপ প্রকাশ করে যোগী বলেন, “ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো বাংলা এখন কোথায়? এখন বাংলায় অরাজকতা আছে, আতঙ্কবাদ ও দুর্নীতি আছে। পশ্চিমবঙ্গ সর্বদা সাংস্কৃতিক জাতীয়তাবাদের ভূমি ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবের ভূমি ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু, এখন আমরা যখন নৈরাজ্যের পরিবেশ দেখি তখন ভীষণ কষ্ট হয়। বাংলায় এখন জয় শ্রীরাম নাম জপ করতেও বাধা দেওয়া হয়। দুর্গা পূজা করতে এখানে সমস্যায় পড়তে হয়।” যোগী আদিত্যনাথের প্রশ্ন, “আমি জিজ্ঞাসা করতে চাইবো তৃণমূলের সরকারের কাছে যে, আপনার রামভক্তদের সঙ্গে কোনও সম্পর্ক নেই, কিন্তু যারা অরাজকতা সৃষ্টি করছে বাংলায় তাদের সঙ্গে আপনাদের কিসের সম্পর্ক? ভারতে রামকে ছাড়া কাজ হয় না। জয় শ্রীরাম বললে বাংলায় বাধা কেন?” যোগী আদিত্যনাথ আরও বলেন, “আয়ুষ্মান ভারত কেন চালু করতে দিচ্ছেন না বাংলায়? আসলে মমতা দিদির সরকার জানে এতে গরিবরা উপকৃত হবে এবং তার ভোটব্যাঙ্ক অসুরক্ষিত হয়ে পড়বে। যে সরকার মানুষকে সুরক্ষা দিতে পারে না, অপরাধ আর হিংসার সঙ্গে আপোষ করে। যে সরকার মা-বোনেদের সুরক্ষা দিতে পারে না। সেই সরকারের কোনও অধিকার নেই ক্ষমতায় থাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.