ফের কোপ হেঁশেলে। এক ধাক্কায় ফের ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। চার দিনের ব্যবধানে ফের গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। রবিবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারর এই নয়া দাম কার্যকর হয়েছে। অর্থাৎ আজ ১ মার্চ থেকেই আরও চড়া দামে কিনতে হবে রান্নার গ্যাস। গত বছরের ডিসেম্বর মাস থেকে গ্যাসের দাম বৃদ্ধি শুরু হয়েছিল। এখনও পর্যন্ত দফায়-দফায় মোট ২২৫ টাকা দাম বেড়েছে গ্যাসের সিলিন্ডারের। চড়া দামে গ্যাসের সিলিন্ডার কিনতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের।
আজ থেকে কলকাতায় ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ৮৪৫.৫০ টাকা। এরই পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের দর ৯৭.৫০ টাকা বেড়ে হচ্ছে ১৬৮১.৫০ টাকা। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে গ্যাসের দাম দুদফায় ১০০ টাকা পর্যন্ত বেড়েছিল। যা নিয়ে ঘোর সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এরপর ফের ফেব্রুয়ারিতে দফায়-দফায় ১০০ টাকা দাম বেড়ে যায় রান্নার গ্যাসের সিলিন্ডারের। এবার মার্চের শুরু থেকেই ফের ২৫ টাকা দাম বাড়ল গ্যাসের।
জ্বালানির জ্বালায় ঘুম উড়েছে মধ্যবিত্তের। এমনিতেই করোনাকালে দেশের ভেঙে পড়া অর্থনৈতিক পরিকাঠামো এখনও ঘুরে দাঁড়ায়নি। বহু মানুষ আজও কর্মহীন। কারও-কারও রোজগার কমেছে। কেউ বা সংসারের হাল ধরতে অন্য জীবীকা বেছে নিয়েছেন। ২০২০ সালের দুঃসহ করোনা-স্মৃতি এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছে গোটা দেশকে। দেশে এখনও করোনার চোখ রাঙানি জারি রয়েছে। এখন আবার সংক্রমণ পরিস্থিতি ফের উদ্বেগজনক আকার নিতে শুরু করেছে। মহারাষ্ট্র-কেরল-সহ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের। সংক্রমণে লাগাম টানতে মহারাষ্ট্রের কয়েকটি এলাকায় লকডাউন, জনতা কারফিউ জারি রয়েছে।
ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে সর্বত্র। এই পরিস্থিতিতে সংকট বাড়াচ্ছে গ্যাসের লাগাতার দাম-বৃদ্ধি। দুঃসহ যন্ত্রণার মুখে দাঁড়িয়ে সাধারণ মানুষ। একদিকে পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। কোনও কোনও রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। পেট্রোলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিজেলও। মাত্রাছাড়া দাম বৃদ্ধি পেট্রোপণ্যের।
যা গোটা দেশে ভয়ঙ্কর দ্রব্য-মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই রাজ্যে-রাজ্যে বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এর উপর দফায়-দফায় কোপ পড়ছে হেঁশেলে। গত বছরের শেষ দিক থেকে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। গত ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ২২৫ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের।