প্রতীক্ষা শেষ, অ্যামাজোনিয়া-১ ও ১৮টি উপগ্রহের সফল উৎক্ষেপণ

 দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সি৫১-এ চেপে মহাকাশে পাড়ি দিল ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইট। রবিবার সকাল ১০.২৪ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সি৫১-এ চেপে মহাকাশে পাড়ি দিয়েছে অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইট।
৬৩৭ কিলোগ্রাম অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর ইসরো-র প্রধান কে সিবান বলেছেন, “ব্রাজিলের ডিজাইন করা স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ভারত এবং ইসরো অত্যন্ত গর্বিত। স্যাটেলাইট খুব ভালো আছে। ব্রাজিলের টিমকে অভিনন্দন।” উৎক্ষেপণের পর নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.