সরকারি সংস্থাগুলিতে যেখানে বিনামূল্যে পাওয়া যাবে করোনা টিকা সেখানে প্রাইভেটে করোনা ভ্যাকসিন নিতে গেলে দিতে হবে ২৫০ টাকা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। শনিবার বা রবিবারের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত খবর স্বাস্থ্য মন্ত্রক প্রকাশ করবে বলে শোনা যাচ্ছে।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে টাকার অঙ্ক স্থির করে ফেলবে স্বাস্থ্য মন্ত্রক। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে প্রাইভেটে করোনা টিকার দাম পড়বে ২৫০ টাকা। এর মধ্যে সমস্ত সার্ভিস চার্জ ধরা থাকবে। এটি নাকি হবে ফিক্সড প্রাইস। জায়গা ভেদে এর দাম পরিবর্তন হবে না বলেই শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে এখনও কোনও চূড়ান্ত খবর প্রকাশ পায়নি। এখনও পর্যন্ত দেশে ১.৩৭ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার এই খবর জানিয়েছে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৬ লক্ষ ৩৭ হাজার ৪৯ জন (৭৬.৬ শতাংশ) স্বাস্থ্য কর্মীকে টিকার প্রথম ডোজ এবং ২২ লক্ষ ৪ হাজার ৮৩ জন (৬২.৯ শতাংশ) স্বাস্থ্য় কর্মীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
দেশজুড়ে ১ মার্চ থেকে শুরু করোনার দ্বিতীয় পর্বের টিকাকরণ অভিযান। তার আগে দফায়-দফায় বৈঠক সেরেছেন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় পর্বের এই টিকাকরণ অভিযানে সরকারি টিকাকরণ কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে ভ্যাক্সিন মিলবে। তবে যে সমল্ত নাগরিকরা বেসরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে এই ভ্যাক্সিন নেবেন তাঁদের আগে থেকে নির্ধারিত কিছু টাকা দিতে হবে ভ্যাক্সিন বাবদ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় পর্বের টিকাকরণের আগে কো-উইন ২.০ অ্যাপটি ডাউনলোড করলে সুবিধা মিলবে। এছাড়াও আরোগ্য সেতুর মতো অ্যাপের মাধ্যমেও করোনার টিকা নিতে আগাম নাম নথিভুক্ত করা যাবে। এই অ্যাপগুলির মাধ্যমেই সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে দ্বিতীয় পর্যায়ে করোনার টিকাকরণ কবে হবে এবং তার সময় জানা যাবে।
টিকাকরণের এই পর্যায়ে দেশের বিপুল নাগরিক অংশগ্রহণ করতে পারবেন। সাধারণ নাগরিক ছাড়াও ফ্রন্টলাইন ওয়ার্কার যারা প্রথম পর্বের করোনার টিকা কোনও কারণে নিয়ে উঠতে পারেননি, তাঁরাও টিকা নিতে পারবেন। প্রতিটি রাজ্যকে তাদের সাধ্যমতো করোনার টিকাকেন্দ্র তৈরি করতে পরামর্শ দিয়েছে কেন্দ্র। বেসরকারি হাসপাতালগুলিও যাতে টিকাকরণের কর্মযজ্ঞে সমানভাবে অংশ নিতে পারে, সেব্যাপারে তৎপরতা নিতে রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।