আমদাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে স্বপ্নের জয় টিম ইন্ডিয়ার৷ দুদিনেই খতম মোতেরা টেস্ট। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও এক পা এগিয়ে গেল বিরাটবাহিনী৷
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের পর থেকেই পিচ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু তারপরও আহমেদাবাদে ইংরেজদের হারাতে সেই স্পিন সহায়ক উইকেটই বেছে নেয় ‘টিম ইন্ডিয়া’। তবে এতটা বোধ হয় আশা করে নি কেউ পুরো দু’দিনও গড়াল না মোতেরার পিংক বল টেস্ট। দেড় দিনের মধ্যেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ। দিন-রাতের টেস্টে ভারতীয় স্পিনারদের ছোবলে কঙ্কাল বেরিয়ে পড়ল ইংল্যান্ডের পুরো ব্যাটিং লাইন আপের। প্রথম ইনিংসে অক্ষর প্যাটেল এবং অশ্বিনের সৌজন্যে ইংল্যান্ডকে ১১২ রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন বিরাটরা। কিন্তু একই হাল হয় ভারতেরও। দ্বিতীয় দিনের শুরতেই রোহিত দুরন্ত অর্ধ-শতরান করলেও ১৪৫ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসও বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবারও অক্ষর-অশ্বিনের দাপটে ৮১ রানেই গুটিয়ে যায় রুটদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসের নিরিখে ভারত ৩৩ রানে এগিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় ৪৯ রান কোনও উইকেট না হারিয়ে তুলে নিল ভারতীয় দল । মাত্র ৭.৪ ওভারেই বিনা উইকেটেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ‘হিটম্যান’। রোহিত অপরাজিত রইলেন ২৫ রানে এবং শুভমান ১৫। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল কোহলি অ্যান্ড কোং৷ সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও এক পা এগিয়ে গেল বিরাটবাহিনী৷
পিঙ্ক বল টেস্টে ভারত বড় ব্যবধানে জিতলেও মোতেরার পিচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ প্রথম দিন থেকেই বল ঘুরতে থাকা টেস্টের মেয়াদ দু’দিনও পূর্ণ হয়নি৷ দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে নেয় ভারত৷ দ্বিতীয় দিন ১৭টি উইকেট পড়ে৷ সব ক’টি উইকেট নেন স্পিনাররা৷