আবারও এক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(RSS) নেতাকে নৃশংসভাবে খুন করা হলো কেরালায়। গত ২৪শে ফেব্রুয়ারি আলাপুঝা জেলার নাগামকুলাঙ্গারা এলাকার ওয়েলার গ্রামের এই ঘটনা ঘটে। খুন হওয়া RSS নেতার নাম নন্দু কৃষ্ণ। ইসলামিক মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার(PFI)-এর রাজনৈতিক দল SDPI-এর আশ্রিত দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে।
খবর অনুযায়ী, ওইদিন SDPI-এর পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় নাগামকুলাঙ্গারা এলাকায়। মিছিল থেকে ভয়ঙ্কর সব সাম্প্রদায়িক উষ্কানীমূলক ভাষণ দেওয়া হতে থাকে। RSS ও BJP নেতাদের নাম করেও নানারকম আপত্তিকর স্লোগান দেওয়া হয়। আর সেই স্লোগান দেওয়া নিয়ে প্রতিবাদ করেন স্থানীয় কিছু যুবক। এতে করে এলাকায় উত্তেজনা ছড়ায়। সেইসময় দুইপক্ষের সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষ চলাকালীন RSS নেতা নন্দু কৃষ্ণকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এছাড়াও, আরও তিন জন সংঘের কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নন্দু কৃষ্ণ দীর্ঘদিন ধরেই RSS-এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিয়মিত শাখা চালাতেন বলে খবর। তিনি নাগামকুলাঙ্গারা এলাকার শাখা মুখ্য শিক্ষকের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে আজ ২৫শে ফেব্রুয়ারি বন্ধের ডাক দিয়েছে RSS।