কেরলের আলাপ্পুঝা জেলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র একজন কর্মীকে খুনের ঘটনায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-র ৮ জন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে আলাপ্পুঝা জেলার চেরথালা শহরের কাছে নাগামকুলাঙ্গারায় কোনও কারণে এসডিপিআই এবং আরএসএস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, এসডিপিআই-এর কর্মীরা কুপিয়ে খুন করেন আরএসএস কর্মী নন্দুকে (২৩)।
সংঘর্ষে আহত হন মোট আহত হন ৬ জন, তাঁদের মধ্যে এসডিপিআই এবং আরএসএস-এর কর্মীরা রয়েছেন। আহতদের মধ্যে একজন আরএসএস কর্মীর শারীরিক অবস্থা সঙ্কটজনক। এই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার সকালের মধ্যে মোট ৮ জন এসডিপিআই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আরএসএস কর্মীর মৃত্যু এবং হামলার প্রতিবাদে বৃহস্পতিবার আলাপ্পুঝা জেলায় বনধের ডাক দেয় বিজেপি এবং বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন। বনধের ভালো প্রভাব লক্ষ্য করা গিয়েছে আলাপ্পুঝা জেলার চেরথালা শহরে। বৃহস্পতিবার সকালে রাস্তাঘাট ছিল জনশুন্য, ব্যবসায়ীরা দোকান খোলেননি।
2021-02-25