ভারতের স্পোর্টস সিটিতে উন্নীত হতে প্রস্তুত আহমেদাবাদ : অমিত শাহ

আহমেদাবাদ ভারতের স্পোর্টস সিটিতে উন্নীত হতে প্রস্তুত। ভবিষ্যতে খেলার কুম্ভ এখানে আয়োজিত হবে। বুধবার গুজরাটের আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভের ভুমিপুজোর পর এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “সর্দার প্যাটেল স্পোর্টস এনক্লেভ একটি অত্যন্ত উচ্চাভিলাষী প্রকল্প। ভারতের ক্রীড়া জগতের জন্য আজ একটি সোনালি দিন। আজ লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের নামে একটি বিশাল স্পোর্টস এনক্লেভের ভুমিপুজো করেছেন রাষ্ট্রপতি। আহমেদাবাদে স্পোর্টস কমপ্লেক্স, এনক্লেভ এবং স্টেডিয়ামের সংমিশ্রনে মাত্র ৬ মাসের মধ্যেই অলিম্পিক হোস্টিংয়ের জন্যও প্রস্তুত হয়ে যাবে ভারত। স্পোর্টস এনক্লেভে বিশ্বের সমস্ত খেলার আয়োজন করা হবে। দেশ এবং বিশ্বের সমস্ত খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ এবং থাকার ব্যবস্থা এখানে থাকবে। একসঙ্গে ৩,০০০ জনের খেলার ও থাকার ব্যবস্থা এখানে হবে।”
নরেন্দ্র মোদী স্টেডিয়াম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “নরেন্দ্র মোদী স্টেডিয়াম-সহ সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভের পাশাপাশি নারানপুরেও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে। তিনিটি জায়গাই আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলো আয়োজন করতে পারবে।” অমিত শাহ বলেন, “১৯৮০ সাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কাজ করছি, তিনি সর্বদা বলেন, ভারতীয় যুবসমাজকে খেলার প্রতি মনোযোগী হতে হবে। এভাবে তিনি খেলো ইন্ডিয়া মুভমেন্ট এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর সূচনা করেন। ক্রীড়া প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানের একটি অংশ।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আহমেদাবাদ ভারতের স্পোর্টস সিটিতে উন্নীত হতে প্রস্তুত। ভবিষ্যতে খেলার কুম্ভ এখানে আয়োজিত হবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “মুখ্যমন্ত্রী হিসেবে তিনি (নরেন্দ্র মোদী) সর্বদা বলতেন, খেলা এবং সশস্ত্র বাহিনী এই দু’টি ক্ষেত্রে গুজরাটিদের উন্নতি করতে হবে। তিনি মনে করতেন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি গুজরাটে তৈরি করা উচিত। ১ লক্ষ ৩২ হাজার আসনের এই স্টেডিয়াম এখন থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম।”

সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ আহমেদাবাদ ভারতের স্পোর্টস হাব হিসেবে উন্নীত হবে। সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভে অলিম্পিক স্তরের স্পোর্টস সুবিধা থাকবে। ২৩৬ একর জমির উপর তৈরি হবে সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.