করোনা সংকটের মধ্যেও সমাবর্তনের আয়োজন করেছে খড়্গপুর আইআইটি। মঙ্গলবার খড়্গপুর আইআইটি-র ৬৬ তম সমাবর্তনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা সাড়ে ১২ টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, আত্মত্যাগই সবচেয়ে বড় শক্তি।
গবেষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনি যে রিসার্চ করছেন, তাতে পুরো সাফল্য নাও আসতে পারে। কিন্তু আপনার প্রচেষ্টা তাতে ব্যর্থ হয়ে যাবে না। কারণ ওই গবেষণা থেকে আপনি অনেক কিছু শিখবেন। মোদীর মতে, একুশ শতকে ভারতের আশা, আকাঙ্ক্ষা, প্রয়োজনীয়তা, সবই বদলে গিয়েছে। এই প্রসঙ্গেই তিনি বলেন, কালকে যা প্রয়োজন হতে পারে, তা আবিষ্কার করতে হবে আজই। প্রধানমন্ত্রী মূলত দেশীয় প্রযুক্তির ওপরে জোর দেন।
মঙ্গলবার আইআইটি খড়্গপুরে শ্যামাপ্রসাদ মুখোপধ্যায় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের উদ্বোধন করবেন মোদী। শিক্ষামন্ত্রকের সাহায্যে ওই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে আইআইটি খড়্গপুর। তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোরতে।
আইআইটি খড়্গপুরের সমাবর্তনে এদিন ৭৫ জন ছাত্রছাত্রীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে স্বর্ণপদক পাবেন ন’জন। রৌপ্যপদক পাবেন ৬৬ জন। ২৮০০ ছাত্রছাত্রীকে অনলাইনে ডিগ্রি দেওয়া হবে। একইসঙ্গে এদিন ২৭ জনকে ডিএসসি, আইআইটি খড়্গপুর লাইফ ফেলো অ্যাওয়ার্ড এবং অ্যালুমনাস অ্যাওয়ার্ড দেওয়া হবে।