প্রত্যাশিত ভাবেই গুজরাতের পুরসভা নির্বাচনে গেরুয়া ঝড়৷ গুজরাতের ৬টি পুরনিগমের ভোটে একপেশে জয় পাওয়ার পথে বিজেপি৷ কংগ্রেস কার্যত কোনও ছাপ ফেলতে না পারলেও সুরাতে ২৫টি ওয়ার্ডে জিতে চমকে দিয়েছে আম আদমি পার্টি৷
যে পুুরনিগমগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল আহমেদাবাদ, সুরাত, বরোদা, রাজকোট, ভাবনগর এবং জামনগর৷ মোট ৫৭৬টি আসনের জন্য ভোট হয়েছিল৷ সেখানে বিজেপি একাই জিতেছে ৩৮৯টি৷ কংগ্রেস জিতেছে মাত্র ৩৯টিতে৷
বিজেপি-এর এই একপেশে জয়ের পর ট্যুইট করে গুজরাতবাসীকে ধন্য়বাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্য়ুইটারে তিনি লিখেছেন, ‘গুজরাতের পুরভোটের ফল স্পষ্ট ভাবে প্রমাণ করছে যে উন্নয়ন এবং সুশাসনের উপরে মানুষের আস্থা অটল রয়েছে৷’
এই ফলের পরেই গুজরাতের কংগ্রেস কর্মীরা দলের রাজ্য সভাপতিবাবু রায়কার বিরুদ্ধে বিক্ষোভ দেখান৷ তাঁর কুশপুতুও দাহ করা হয়৷ অন্যদিকে আপের চমকপ্রদ ফলের পর অরবিন্দ কেজরিওয়াল নিজে সুরাত যাচ্ছেন৷ আগামী ২৬ ফেব্রুয়ারি সেখানে রোড শো করবেন তিনি৷
দুর্দান্ত ফলের পর ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী৷ তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণে আমরা আরও কঠিন পরিশ্রম করব৷ গুজরাতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করে না৷’ গুজরাতের বিজেপি সভাপতি সি আর পাটিল দাবি করেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের অধীনেই ভাল ফল করেছে দল৷ সুরাতে আপ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়েছে বলেও দাবি করেছেন দলের রাজ্য সভাপতি৷