শনিবার ভারতীয় হাই কমিশনারের তরফ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। এইদিনে হোটেল সেরেনায় পাকিস্তানি সংস্থাগুলি অবরোধ করে পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাতে ক্ষুব্ধ হয় ভারতীয় হাই কমিশনার। তিনি আরও জানান, পার্টিতে আসা অনেক অতিথিদের ঢুকতে দেওয়া হয় না এবং অনেককে ফোন করে না আসার জন্য ভয় দেখানো হয়।
যে সমস্ত আমন্ত্রিতরা এসে না ঢুকতে পেরে ফিরে যান, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন ভারতীয় হাই কমিশনার। তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, তারা কেবল কূটনৈতিক আচরণ ও সভ্য আচরণের মৌলিক নিয়মগুলি লঙ্ঘন করেন নি, এর প্রভাব আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলির ওপরেও পড়বে।