শ্রীনগরের উপকণ্ঠে কেনিহামা এলাকায় পন্থা চক-নওগাম রোডে, কেনিহামা-নওগাম রেল স্টেশনের কাছে রেলওয়ে ক্রসিং থেকে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করল সুরক্ষা বাহিনী। সোমবার সকালে রেলওয়ে ক্রসিংয়ে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় জম্মু-শ্রীনগর হাইওয়ে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ওই আইইডি নিষ্ক্রিয় করেছে।
সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাম রেল স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে ব্রিজের কাছে, পন্থা চক-নওগাম রোডে রাখা ছিল ওই আইইডি। এদিন সকালে রোড ওপেনিং পার্টি এবং পুলিশ সর্বপ্রথম ওই আইইডি দেখতে পান। দেখা যায় একটি টিফিন বক্সের ভিতরে রয়েছে আইইডি। তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল। কাশ্মীরে আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ওই আইইডি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া গিয়েছে।
2021-02-22