দীর্ঘ প্রায় এক বছরের প্রতীক্ষার অবসান। কোভিড-১৯ অতিমারির জন্য দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর, সোমবার থেকে কাশ্মীরে শুরু হল ট্রেন পরিষেবা। ট্রেন পরিষেবা শুরু হয়েছে উত্তর কাশ্মীরের বারামুল্লা-জম্মুর রামবানের বানিহাল রুটে। প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৯.১০ মিনিটে। শ্রীনগরে চিফ এরিয়া ম্যানেজার (উত্তর রেলওয়ে) সাকিব ইউসুফ জানিয়েছেন, বানিহাল থেকে উঠেছেন প্রায় ৩০০ জন যাত্রী এবং বারামুল্লা থেকে ৮০ ও সোপোরে থেকে ৫০ জন যাত্রী। মোট স্টেশনের সংখ্যা ১৬। আপাতত দু’টি ট্রেন চলবে, ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।
ট্রেন পরিষেবা শুরু হলেও, করোনাভাইরাসের প্রকোপ এখনও অব্যাহত ভারতে। তাই যাত্রীদের সমস্ত ধরনের করোনা-বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে রেলের পক্ষ থেকে। স্টেশন সুপার আব্দুল রশিদ জানিয়েছেন, “সমস্ত যাত্রীদের কাছে অনুরোধ করছি আপনারা ফেসমাস্ক পরুন এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলুন।”
2021-02-22