‘লোকসভাতে দেড় ডজন গোল দিয়েছি, এবার দু’শো গোল দেবো’। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। সোমবার বাঁকুড়ার কোতুলপুর নেতাজী মোড়ে দলীয় চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
অন্য এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বঙ্গবন্ধু নয়, জীবন্ত উদাহরণ রয়েছেন লালু প্রসাদ যাদব। উনি (মুখ্যমন্ত্রী) যদি সেটা চান হবে। সবে তো সিবিআইএর হাত পৌঁছেছে।
রাজ্যের তরফে পেট্রোল ডিজেলের দাম কমানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আরও কমান, তবে ভোটের জন্য কমাবেন না। মানুষের কষ্ট কমানোর জন্য কমান’।
বহুচর্চিত রাজ্যের নাম পরিবর্তন প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, আমরা বিরোধিতা করছি। কেন হবে বাংলা? উনি দেশ ভাগের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন। শ্যামাপ্রসাদের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন। এই ‘চক্রান্ত’ তারা সফল হতে দেবেন না বলেও তিনি দাবি করেন।
অন্য এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘এখন বলছেন আমি আপনার বাড়ির মেয়ে, পরে বলবেন আমি আপনার বাড়ির ঝি, আমাকে ভোট দিন। কি বাকি রেখেছেন উনি?
কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকা নিয়ে বারবার সরব হন মুখ্যমন্ত্রী। এনিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ সরকার হিসাব দেয়না, তাই পরের টাকা আসে না’। উনি পাওনা আর পাওয়া টাকার হিসাব দিন। দলের কর্মীদের খাওয়ার জন্য কেন্দ্র কোনও টাকা দেবে না বলে তিনি স্পষ্ট করে দেন।
অন্যদিকে তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কে সিবিআই নোটিশ পাঠানোর প্রসঙ্গে বলতে গিয়েও তাঁকে নিয়েও কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
রবিবার বাঁকুড়ার কোতুলপুরে দলের ‘পরিবর্তন যাত্রা’য় অংশ নিয়ে তিনি বলেন, ওনাকে নোটিশ দিয়েছে। যা জিজ্ঞেস করবেন উনি বলবেন। বলা উচিৎ। এর আগে অনেক নেতাকে নোটিশ দিয়েছে। তারা গেছেন, যা জিজ্ঞাসা করেছে বলেছেন। ওনার যদি কোনো গন্ডগোল না থাকে তাহলে সোজাসুজি গিয়ে বলে আসবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যে ভয় পায় লোকে তাকেই ভয় দেখায়। হিম্মত থাকলে আমাকে ভয় দেখাক।’ একই সঙ্গে কেন ভয়ের কথা বলছেন প্রশ্ন তুলে তিনি বলেন,আমি আগেই বলেছি, চোর ধরেছে সিবিআই, ভয় পেয়েছে দিদিভাই। এতদিন লোককে ভয় দেখাচ্ছিল এখন নিজেরা ভয় পাচ্ছে।