ভোটের আগে সোমবার ফের বাংলায় সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল সাহাগঞ্জে ডানলপের মাঠে প্রধানমন্ত্রীর যেমন রাজনৈতিক সভা রয়েছে, তেমনই এক গুচ্ছ পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন তিনি। তার আগে রবিবার বিকেলে বিশেষ টুইট বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানাতে চাইলেন,বাংলায় যাতে উত্তম মানের উন্নয়ন হয়, তা নিশ্চিত করাই তাঁর সরকারের লক্ষ্য।
সোমবার যে প্রকল্পগুলির উদ্বোধন হবে সেগুলির মধ্যে অন্যতম হল, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারিত অংশের উদ্বোধন।
তার আগে রবিবার বিকেলে টুইট করেছেন প্রধানমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, “মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির—কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক।”
কালীঘাট ও দক্ষিণেশ্বরের প্রসঙ্গ টেনে হিন্দু ভাবাবেগকে প্রধানমন্ত্রী ছুঁতে চেয়েছেন বলে অনেকে মনে করছেন। ভোটের আগে যা রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ। সম্ভবত সেই কারণে বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশনের ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
তবে একই সঙ্গে বাংলা ও বাঙালির আবেগ ছুঁয়ে যাওয়ার চেষ্টা যে প্রধানমন্ত্রী এদিন করেছেন ও আগামীকাল করবেন তার ইঙ্গিতও টুইটে পরিষ্কার। প্রধানমন্ত্রী লিখেছেন,“দেশের প্রগতিতে যাঁদের বিশেষ অবদান রয়েছে, বাংলার পূণ্যভূমিতে সেই সব অসামান্য ব্যক্তিত্ব লালিত হয়েছেন। পশ্চিমবঙ্গে যাতে সর্বোচ্চ মানের উন্নয়ন হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং প্রয়াস”।
মেট্রো রেলের সম্প্রসারণ ছাড়াও যে প্রকল্পগুলির উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন, সেগুলি হল—
• কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন।
• আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন।
• হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন।
• হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন।