ক্যানিং থানার পাঙ্গাস খালি গ্রামে বিজেপির এক মহিলা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সুফিয়া লস্কর। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত বিজেপি কর্মীকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
অভিযোগ, ভোট গননার আগের দিন গত ২২মে বিজেপির মহিলা কর্মী সুফিয়া লস্করকে মারধর করা হয়। সেই কারণে ক্যানিং থানায় তিনি অভিযোগ করেন। এরপর অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় ও ভয় দেখানো হয়। এইভাবে ভয় দেখানোর জন্য আহত সুফিয়া লস্কর আবার গত ২৮ মে আর একটি অভিযোগ করেন। এই কথা জানতে পেরে শুক্রবার সন্ধ্যা নাগাদ বেশ কয়েক জন মহিলা ও পুরুষ তৃণমূল কর্মী তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, তাঁকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। তাকে আশঙ্কা জনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।