মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, দেখুন ভয়ঙ্কর ভিডিও

মাঝ আকাশেই বড় বিপদের মুখে পড়ল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান। আচমকাই বিমানটির ইঞ্জিনে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। ডেনভার এয়ারপোর্ট থেকে উড়ান শুরু করার পরেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। সেই ভয়ঙ্কর ভিডিও এক যাত্রী পোস্ট করেন। তারপরেই সেটি ভাইরাল হয়ে যায়। যাত্রী সমেত এই ঘটনা ঘটায় মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোয়িং ৭৭৭-২০০ বিমানটিতে এই ঘটনা ঘটে। ওই বিমানে ২৩১ জন যাত্রী ছিলেন। ১০ জন বিমান কর্মী ছিলেন। ভিডিও থেকে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, বিমানের জ্বলন্ত অংশ থেকে টুকরো ভেঙে পড়ছে। তবে কোনও ক্ষটক্ষতির খবর পাওয়া যায়নি। ডেনভার বিমানবন্দর থেকে বিমানটি হনুলুলুর দিকে যাচ্ছিল।

এদিকে, শনিবারই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান। শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হয়। বিমানে মোট ৬৪ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর। বেলা ৪টে ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিজয়ওয়াড়া বিমানবন্দরে রানওয়ের পাশে একটি ইলেকট্রিক পোল বা বৈদ্যুতিন খুঁটির সঙ্গে ধাক্কা খায় বিমানটি।

সঙ্গে সঙ্গে যাত্রীরা এক তীব্র ঝাঁকুনি অনুভব করেন। শব্দও হয় বেশ জোরে। কিন্তু সৌভাগ্যের বিষয়, এই দুর্ঘটনায় কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি। বিমানবন্দরের ডিরেক্টর জি মধুসূদন রাও জানান, “ওই বিমানে ৬৪ জন যাত্রী ছিলেন। এছাড়া বিমানের চালক ও ক্রু মেম্বাররা ছিলেন। সকলেই সুরক্ষিত রয়েছেন। কারোর কোনও ক্ষতি হয়নি।”

জানা গিয়েছে ওই বিমানটি দোহা থেকে আসছিল। বিকেল ৪টে ৫০ মিনিটে সেটি বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ৬৪ জন যাত্রী বিমানে থাকলেও বিজয়ওয়াড়ায় ১৯ জনের নামার কথা ছিল। বিমানটিকে ৫ নম্বর রানওয়েতে নামতে বলা হয়। রানওয়ে ছোঁয়ার পরই এটি রানওয়ের পাশে একটি বৈদ্যুতিন খুঁটির সঙ্গে ধাক্কা খায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমান চালক ৫ নম্বর রানওয়ের মাঝখানের হলুদ মার্জিন অনুসরণ করার বদলে লিডিং মার্জিন (হলুদ) অনুসরণ করেন। যার ফলে ঘটে দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.