বাড়ি বাড়ি গিয়ে রাজ্য বিজেপি (BJP) নেতা-কর্মীদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার রাজ্য সফরে এসে ফেরার দিন তিনি বিজেপি-র কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে এই “হোম টাস্ক ” দিয়ে যান। বলেন, “জনসংযোগকে সম্বল করেই রাজ্যে ক্ষমতায় ফেরা সম্ভব, সেটা মনে রাখতে হবে।”
রাজ্য জুড়ে এখন বিজেপি-র পরিবর্তন যাত্রা চলছে। এরই মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রাজ্যে এসে নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা করে গিয়েছেন। সভা করেছেন নামখানায়। তবে এবার বঙ্গ সফর শেষে বৃহস্পতিবার রাতে কলকাতা ছাড়ার আগে দেশের স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)রাজ্য বিজেপি নেতৃত্ত্বকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্যচারের কাজ করার নির্দেশ দিয়ে যান। কলকাতা বিমানবন্দরের কাছে একটি অভিজাত হোটেলে অমিত শাহের (Amit Shah) সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, অমিত মালব্য, শিবপ্রকাশ, স্বপন দাশগুপ্ত এবং সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহ (Amit Shah) এই বৈঠকে নির্দেশ দেন, বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্যের ২৯৪ টি বিধানসভার সবকটি বিধানসভায় সর্বস্তরের মানুষের সঙ্গে বিজেপি নেতারা যেন সুসম্পর্ক রেখে চলেন। জনসংযোগই একমাত্র পারে বিজেপিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে। তাই বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত, ব্লক স্তরে বিজেপি নেতৃত্বকে যেতে হবে। সর্বস্তরে জনসংযোগে কোনও ঘাটতি যাতে না থাকে সেই বিষয়ে দলের রাজ্য নেতৃত্বকে সজাগ থাকতে অমিত শাহ (Amit Shah) নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত এর আগে কোচবিহারে পরিবর্তন যাত্রার পর সেখানে সভা করে অমিত শাহ (Amit Shah) দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরনগরে এসেছিলেন। তখনও স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা ছাড়ার আগে রাজ্য নেতৃত্ব অর্থাৎ রাজ্য বিজেপি-র কোর কমিটিকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, পরিবর্তন যাত্রার পথে মাঝে মাঝে যাত্রা থামিয়ে বিভিন্ন এলাকায় ছোট ছোট সভা করতে। সেই কাজ সঠিকভাবে করা হচ্ছে কিনা গত বৃহস্পতিবার রাতের বৈঠকে জানতে চান অমিত শাহ (Amit Shah)। তিনি পরিবর্তন যাত্রার সাফল্য কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেন।
বিজেপি সূত্রে জানা গেছে, অমিত শাহের এই নির্দেশ “হোম টাস্ক” হিসেবে দেখছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই নির্দেশ যাতে সঠিকভাবে কার্যকর হয় সেই দিকেও নজর রাখছেন রাজ্য বিজেপির কোর কমিটি। কেননা ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে হলে যে জনসমর্থন পাওয়াই প্রধান গুরুত্বের বিষয়, অমিত শাহ বিজেপি-র রাজ্য নেতাদের সেটাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন।