লোকসভা নির্বাচনে সাফল্যের পর ঝাড়গ্রাম জেলার কলেজগুলিতে প্রভাব ফেলছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ইতিমধ্যেই তারা শিলদা, মানিকপাড়া এবং নয়াগ্রাম কলেজের ছাত্র ইউনিট দখল করেছে। শিলদা চন্দ্রশেখর কলেজ, মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ এবং নয়াগ্রামের পন্ডিত রঘুনাথ মুরমু গভর্নমেন্ট কলেজের ছাত্র ইউনিট এসেছে এবিভিপি’ র হাতে। গত মঙ্গলবার শিয়ালদা চন্দ্রশেখর কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র ইউনিট যোগ দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। বিগত তিন বছর ধরে জঙ্গলমহলে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্র ইউনিটের সদস্যরা ছাত্র সংসদের কাজ চালিয়ে আসছে।
বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপথি জানিয়েছেন, জেলার কয়েকটি কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র ইউনিট গঠন করেছে। এতদিন সেগুলি টিএমসিপি-র অধীনে ছিল।