আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট করাতে দক্ষ এমন দেড়শো জন তৃণমূল নেতাকর্মীর নামের তালিকা নিয়ে দিল্লি যাচ্ছেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপথি l লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ঝাড়গ্রাম জেলা তৃণমূলের একটি অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে বিজেপির জেলা সভাপতির দাবিl তিনি বলেন, তৃণমূল থেকে যাদের দলে নেওয়া হবে তাদের তালিকা তৈরি করা হয়েছেl কয়েক দিনের মধ্যেই দিল্লিতে গিয়ে তা অনুমোদনের জন্য রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গীয়ের হাতে তুলে দেওয়া হবেl
গত পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছাব্বিশ টি এবং আটটি পঞ্চায়েত সমিতির দু’টি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপিl জেলার গেরুয়া শিবির সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনের সময় বিজেপির দিকে পা বাড়িয়ে রাখা তৃণমূলের অংশটিকে সঙ্গে নিয়ে আপাতত বাকি গ্রাম পঞ্চায়েতগুলি দখলে আনার টার্গেট করেছে জেলা বিজেপিl তারই ঘুটি সাজানো হচ্ছে বিজেপি দপ্তরেl
একদিকে তৃণমুলকে ভেঙ্গে দলকে শক্তিশালী করতে যখন বিজেপি নেতৃত্ব জোর তৎপরতা চালাচ্ছেন তখন তৃণমূলের জেলা এবং রাজ্য নেতৃত্বও সংগঠন গুছিয়ে ঘুরে দাঁড়াতে ব্যস্তl গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূলকে আগের অবস্থায় ফেরাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফের জঙ্গলমহলের দায়িত্ব দেওয়ায় হৃতগৌরব ফেরানোর ক্ষেত্রে আশার আলো দেখতে শুরু করেছেন নেতাকর্মীরাl তৃণমূলের জেলা সভাপতি বিরবাহা সরেন জানিয়েছেন, গোষ্ঠী রাজনীতির আকচা-আকচি মিটিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে বিজেপির মোকাবিলা করা হবে।