করোনার নতুন স্ট্রেনের হানা, পর্যটকদের জন্য নতুন গাইডলাইন আনল কেন্দ্র

ভারতে থাবা বসিয়েছে করোনা ভাইরাসের আরও দুটি নতুন স্ট্রেন। নতুন করে সংক্রমণের হাত থেকে বাঁচতে এবার পর্যটকদের জন্য নতুন গাইডলাইন আনল কেন্দ্র। নতুন এই গাইডলাইন সমস্ত আন্তর্জাতিক পর্যটকদের জন্য লাগু হবে। এই তালিকায় থাকছে ব্রিটেন, ইউরোপ ও মধ্য প্রাচ্যের দেশগুলির যাত্রীরাও।

নতুন নিয়ম অনুসারে যে সব যাত্রীর RT-PCR পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসবে তারাই বিমানে চড়তে পারবেন। এক্ষেত্রে রিপোর্ট ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে চলবে না। তবে ব্যতিক্রমও রয়েছে। যদি কোনও যাত্রী পরিবারের কারওর মৃত্যুতে আসেন, তাঁর ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না। স্বাস্থ্য মন্ত্রকের তরফে টুইটারে একথা জানানো হয়েছে। তবে যারা ব্রিটেন, ইউরোপ ও মধ্য প্রাচ্য থেকে আসছেন তাদের নিজের খরচেই RT-PCR পরীক্ষা করাতে হবে। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে যাঁরা আসবেন তাঁদেরও এই নিয়ম মানতে হবে। যদিও এই দুই দেশ থেকে সরাসরি ভারতে আসার কোনও বিমান নেই। যদি কোনও যাত্রীর রিপোর্ট পজিটিভ আসে ও তাঁর শরীরে ভাইরাসের স্ট্রেন খুঁজে পাওয়া যায় তবে অন্য নিয়ম মানতে হবে।

এখনও পর্যন্ত ভারতে করোনার দক্ষিণ আফ্রিকার স্ট্রেন ৪ জনের শরীরে খুঁজে পাওয়া গিয়েছে। ব্রাজিলের স্ট্রেন পাওয়া গিয়েছে এক জনের শরীরে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফ থেকে এখনও পর্যন্ত এই তথ্যই সামনে এসেছে। এছাড়া ভারতে ব্রিটেনের স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ১৮৭ জন।

দঃ আফ্রিকার স্ট্রেইন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আমেরিকা সহ মোট ৪১ টি দেশে। ব্রিটেনের স্ট্রেইন ছড়িয়েছে মোট ৮২ টি দেশে। অন্যদিকে ৯ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার স্ট্রেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর তরফে জানানো হয়েছে, নতুন এই স্ট্রেনগুলি আরও বেশি সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এমনকি এসব ক্ষেত্রে ভ্যাকসিনগুলি কম কার্যকর হতে পারে বলে জানাচ্ছে হু।

ইতিমধ্যেই গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরণ অভিযান। এই আবহে এবার দেশের কোভিড গ্রাফও নিম্নমুখী। ধীরে ধীরে করোনার বিরুদ্ধে জয়ের দিকেই এগোচ্ছে দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.