চিনা সেনার দখল মুক্ত প্যাংগং লেক। এমনই দাবি ভারতের। এই প্রেক্ষিতে নয়াদিল্লির হাতে এসেছে কিছু উপগ্রহ চিত্র। যে ছবিতে এটা স্পষ্ট যে চিনা সেনার বোট, জেটি, সরঞ্জাম মজুত করার জায়গা সরিয়ে নেওয়া হয়েছে। ১৬ই ফেব্রুয়ারি এই ছবি (Satellite image) এসে পৌঁছেছে ভারতের হাতে।
দুই পক্ষের সেনাই সরে এসেছে প্যাংগং লেকের পাশ থেকে বলে খবর। কিছুদিন আগে রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “আমি হাউজকে আজ বলতে পেরে খুশি যে চিনের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। এখন আমরা প্যাংগংয়ের উত্তর ও দক্ষিণ তীর থেকে সেনা সরানো নিয়ে একটি সিদ্ধান্তে আসতে পেরেছি।”
কীভাবে এই সেনা সরানোর প্রক্রিয়া সম্পন্ন হল সে কথাও জানিয়েছিলেন রাজনাথ। বলেছিলেন, প্যানগং হ্রদের পাশ থেকে সেনা সরানো (Chinese pullback) নিয়ে ভারত ও চিনের মধ্যে চুক্তি হয়েছে। উভয় পক্ষই সম্মতি দিয়েছে যে তারা তাদের অগ্রসর হওয়া বন্ধ করবে। চিন ফিঙ্গার ৮-এর পূর্ব দিকে উত্তর তীরে অঞ্চলে তাদের সেনা মোতায়েন রাখবে। অন্যদিকে ভারতীয় সেনা ফিঙ্গার ৩-এর কাছে ধন সিংহ থাপ পোস্টে তাদের স্থায়ী ঘাঁটি করবে।
সরকারি তরফে জানানো হয়েছে, ফিঙ্গার ফাইভ এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মি (PLA) তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে। স্যাটেলাইট ইমেজে তার ছবি ধরা পড়েছে। ফিঙ্গার ফোর থেকে ফিঙ্গার এইটের মধ্যে চিন প্রতিরক্ষার বড় প্রাচীর তৈরি করেছিল। ভারতের দিকে মুখ করে বন্দুক তার করে রেখেছিল তারা। ফিঙ্গার ফোরে ভারতও সেনা নিয়ে উপস্থিত ছিল। গত বছর আগস্ট থেকে লাদাখ উপত্যকায় এভাবেই মুখোমুখি অবস্থান করছিল ভারত ও চিন সেনা। এখন দুই দেশের শান্তিপূর্ণ আলোচনার পর চিন যখন সেনা সরিয়ে নিয়েছে তখন ভারতের তরফে চিনা সেনার তৈরি করা বাঙ্কার ভেঙে ফেলা হয়।
সোমবার সরকারের তরফে জানানো হয়েছিল দুই দেশের মধ্যে কথাবার্তা হয়েছে। প্যাংগং হ্রদের দুপাশ থেকেই সরিয়ে নেওয়া হবে সেনা। সেই মতো চিন সেনা সরাতে শুরু করেছে বলে মঙ্গলবার খবর মেলে।